মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর মাঠ থেকে জগত আলী (৫৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ অক্টোবর) ভুট্টার জমিতে কাজ করার সময় তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে সন্দেহ থাকায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছে। নিহত জগত আলী আমতৈল গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।
নিহতের স্ত্রী হালিমা খাতুন জানান, সকালে ফজরের নামাজ শেষ করে তিনি বাড়ি থেকে এই মাঠের উদ্দেশ্যে বের হন। পরে ১১ টার দিকে খবর পায় তার লাশ পড়ে আছে। জমিজমা নিয়ে শরিকদের সাথে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের জের ধরে তারা হত্যা করতে পারে বলে সন্দেহ করেন তিনি।
তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই বলে নিশ্চিত করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জগত আলী হার্টের রোগী ছিলেন। হার্ট স্ট্রোকে তিনি মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে তদন্ত করলেই আরো স্পষ্ট হওয়া যাবে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২২//

Discussion about this post