Print Date & Time : 2 July 2025 Wednesday 9:33 pm

হেযবুত নেতাকে খুনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : পাবনায় হেযবুত নেতাকে খুনের প্রতিবাদে সুনামগঞ্জে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের সংলগ্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনের আয়োজন করে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ
এতে মূল বক্তব্য রাখেন হেযবুত তাওহীদের জেলা কমিটির নেতা মো: জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আহমদ রোমান সরকার, জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন। দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সভাপতি মো: রুহুল আমিন, জেলা নারী নেত্রী মাফিকুল বেগম সোহানা, মো: ফয়েজ আহমদ প্রমুখ। তারা ন্যাক্কারজনক এ হামলায় জড়িত সবাইকে গ্রেফতারের জোর দাবি জানান।
গত ২৩ আগস্ট (মঙ্গলবার) রাতে অরাজনতৈকি আন্দোলন হেযবুত তওহীদের পাবনা র্কাযালয়ে আন্দোলনকারী সদস্যদরে উপর হামলায় দূর্বৃত্তদের আঘাতে নিহত হন মো. সুজন (৩৩) হেযবুত তওহীদের একজন র্কমী।

দৈনিক দেশতথ্য//এল//