Print Date & Time : 5 September 2025 Friday 10:58 pm

হোমিও চিকিৎসকদের অধিকার সংরক্ষণে ১১দফা দাবি হোমিওপ্যাথিক পরিষদের।

১৭ই জুন জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ঢাকা জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও সাইন্টিফিক সেমিনারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের অধিকার সংরক্ষণ ও মানোন্নয়নে ১১দফা দাবি উত্থাপন করেন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, এ সকল দাবি যৌক্তিকভাবেই হোমিওপ্যাথি চিকিৎসকদের মৌলিক অধিকার। একটি কুচক্রী মহল হোমিওপ্যাথি ডাক্তারদের এই মৌলিক অধিকারসমূহ হরণ করে বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নকল্পে যথাযথ কর্তৃপক্ষকে ১১দফা দাবি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

দাবিগুলো হচ্ছে-

১. বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন সংশোধন করে হোমিওপ্যাথি চিকিৎসকের নামের পূর্বে ডাক্তার উপাধি লেখার অধিকার বহাল রাখার ব্যবস্থা গ্রহণ করতে জোরালো দাবি জানানো হচ্ছে।

২. অতি শীঘ্রই হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০২১ পাস করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. হোমিওপ্যাথি চিকিৎসার ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের মান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠন করতে আবেদন জানানো হচ্ছে।

৪. হোমিওপ্যাথি চিকিৎসার উচ্চতর গবেষণার জন্য হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করতে হবে।

৫. ডিএইচএমএস কোর্স এর মান নির্ধারণ ও উচ্চতর শিক্ষার ব্যবস্থা করতে হবে।

৬. ডিএইচএমএস ও বিএইচএমএস চিকিৎসকদের বিসিএস পরীক্ষা সহ অন্যান্য সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।

৭. জাতীয় রাজস্ব বাজেটের ২৫% হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নে বরাদ্দ দিতে হবে।

৮. বাংলাদেশ হোমিওপ্যাথি কাউন্সিল গঠন করতে হবে

৯. আমদানিকৃত ঔষধ ও ঔষধের কাঁচামালের উপর ভ্যাট ট্যাক্স বাতিল করতে হবে।

১০ প্রতিটি বিভাগে সরকারিভাবে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে।

১১. স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়োগ প্রদান করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শেখ ফারুখ এলাহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা জেলা কমিটির চিপ অ্যাডভাইজার অধ্যাপক ডাক্তার এ কে এম শহীদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা কমিটির সভাপতি ডাক্তার মোঃ নজরুল ইসলাম খান।

আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের নেতৃবৃন্দ তাদের দাবি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষকে অতিসত্বর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়ে মানববন্ধন করেন।