Print Date & Time : 17 July 2025 Thursday 12:25 pm

পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা

রাকিবুল ইসলাম তনু ,পটুয়াখালী : পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ ও কুয়াকাটা পৌরসভার যৌথ আয়োজনে ২২ জুন (বৃহস্পতিবার) দুপুরে কুয়াকাটা পৌর সভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম(এমএএফ) পটুয়াখালী।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিওন এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরাম পটুয়াখালীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী হাফিজুর রহমান দিপু প্রমুখ।

সভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পর্যটন নির্ভর বিভিন্ন শ্রেণি পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তোলা, পরিচ্ছন্ন সৈকত, বিনোদন ব্যবস্থা, পর্যটনের শৃঙ্খলা ফিরিয়ে আনা,পর্যটক হয়রানি বন্ধে উদ্যোগ গ্রহণ, সৈকত ভাঙ্গন রোধে গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী ব্যাক্তিরা কুয়াকাটা পর্যটনের পরিবেশ প্রতিবেশ রক্ষা করে পর্যটন উন্নয়ন করার জন্য সুপারিশ করেন।

সভা সঞ্চালনা করেন মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

দৈনিক দেশতথ্য// এইচ//