Print Date & Time : 6 July 2025 Sunday 6:38 am

১০০ টাকায় চাপা পড়লো বট‌তৈ‌লের চাল চু‌রির ঘটনা

নি‌জস্ব প্র‌তি‌নি‌ধি : কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার বট‌তৈ‌লে গ‌রিব অসহায়‌দের মা‌ঝে ১০ কে‌জি চাল বিতরনে চু‌রির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে । এ ঘটনায় ভোক্তা অ‌ধিদপ্তর অ‌নিয়‌মের প্রমান পাওয়ায় ১০০ টাকা ক‌রে দেওয়ার নি‌র্দেশ দেন ইউ‌নিয়ন  চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ও স‌চিব‌কে । 

ভুক্ত‌ভোগী  সূ‌ত্রে  জানা যায়, গতকাল বট‌তৈল ইউ‌নিয়‌নে প্রধ‌ান ম‌ন্ত্রির ঈদ উপহা‌র  অসহায় ও দুস্থ‌দের মা‌ঝে ভি‌জিএফ এর ১০ কে‌জি  ক‌রে চাল বিতরন করা হয়। চাল নেয়ার পর ওজ‌নে কম ম‌নে হ‌লে বট‌তৈল মো‌ড়ে এক‌টি দোকা‌নে ভোক্তা অ‌ধিদপ্তরসহ ভুক্ত ভোগী ও স্থানীয়‌দের উপ‌স্থি‌তি‌তে প‌রিমাপ কর‌লে ১০ কে‌জির প‌রিব‌র্তে ৮ কে‌জি ৩০০ গ্রাম চাল পাওয়া যায়। একই ভা‌বে  অ‌ধিকাংশ অসহায় দুস্থ‌দের দেড় কে‌জি  ক‌রে চাল কম দেয়া হয়। এ ঘটনায় ভোক্তা অ‌ধিদপ্ত‌র কর্তৃপক্ষ প্র‌ত্যেক ভুক্ত‌ভোগী‌কে  ১০০ টাকা ক‌রে দেয়ার নি‌র্দেশ দেন  চেয়ারম্যান মিন্টু ফ‌কির ও স‌চিব কে ।

ভুক্ত‌ভোগীরা জানান, ওজ‌নে কম দেওয়ার ঘটনা‌টি দুঃখজনক। মান‌নিয় প্রধানমন্ত্রী অসহায়‌দের জন্য চাল দি‌চ্ছে সেটাও তারা চু‌রি কর‌ছে। এটার বিচার হওয়া জরুরী । ১০০ টাকা  ক‌রে দি‌য়ে ঘটনা‌টি ধামাচাপা দেয়ার চেষ্টা কর‌ছে। এ ঘটনায় বট‌তৈল ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মিজানুর রহম‌ান মিন্টু ফ‌কিরের সা‌থে কথা হ‌লে তি‌নি জানান, দা‌ড়িপাল্লায় ওজন করা হ‌য়ে‌ছে  যার ফ‌লে কম বে‌শি হ‌য়ে‌ছে। যারা কম পে‌য়ে‌ছে  তা‌দের‌কে ১০০ টাকা ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।    এ বিষ‌য়ে ভে‌াক্তা অ‌ধিদপ্ত‌রের সহকা‌রি প‌রিচাল‌কের সা‌থে যোগা‌যোগ কর‌লে তি‌নি জানান, অামরা ঘটনাস্থ‌লে গি‌য়ে চাল প‌রিমাপ ক‌রে  অ‌নিয়‌মের প্রমান পে‌য়ে‌ছি। যারা কম পে‌য়ে‌ছে তা‌দের‌কে ১০০ টাকা ক‌রে দেয়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছি।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৮,২০২২//