দীর্ঘ প্রায় ১২ বছর পর শান্তিপূর্ণভাবে আজ বৃহস্পতিবার দিনব্যাপী জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আ’লীগের মনোনয়নে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত দেয়নি। তবুও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমাজকল্যাণ মন্ত্রীর ছোটভাই মাহাবুবুজ্জামান আহম্মেদ প্রায় ৪/৫ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে সম্মেলনে যোগ দেয়।
এই সময় সম্মেলন কেন্দ্রে উৎসবের আমেজ তৈরি হয়। ত্রি বার্ষিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যানের হাজার হাজার নেতা কর্মী যোগ দেয়ায় সম্মেলন স্থল জনসভায় পরিণত হয়।
উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহম্মেদ তার এক প্রতিক্রিয়ায় বলেন, সাধারণ মানুষ আমাকে নৌকা মার্কা দেখে ভোট দিয়েছে। আমি জাতিরজনক বঙ্গবন্ধু ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। তিনি কেন্দ্রীয় নেতাদের সম্মেলন করতে পাঠিয়েছে। দাওয়াত আমায় দেয়নি মন্ত্রী পুত্র বা মন্ত্রীর মদদে কিন্তু এই সম্মেলন বঙ্গবন্ধুর আদর্শের তাই সম্মেলন সার্থক করতে নেতা কর্মীদের নিয়ে হাজির হয়েছি।
দীর্ঘ প্রায় একযুগ পরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদক পদে নেতৃত্ব মনোনয়ন করতে সন্ধ্যার পর ডেলিকেটেড ও কাউন্সিল গণ আলোচনা বসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কমিটি ঘোষনা দিতে পারেনি।
ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান আহম্মেদ এমপি। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহাজাহান খান এমপি। উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান, সাবেক মহিলা এমপি এ্যাডভোকেট মোছাঃ ছপুরা বেগম রুমি প্রমুখ বক্তব্য রাখেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//

Discussion about this post