Print Date & Time : 22 August 2025 Friday 11:50 pm

১,৪০০ বন্যার্ত পরিবার পেল বসুন্ধরার ত্রাণ

বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টি ফুড লিঃ ১,৪০০ বন্যার্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। সপ্তাহ জুড়ে বন্যা কবলিত ৫ টি উপজেলায় এই ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, মুড়ি, বিশুদ্ধ পানি। তুমুল বৃষ্টি উপেক্ষা করেও বন্যার্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছে বসুন্ধরা গ্রুপের কর্মীরা।

স্থানীয়রা জানান, বন্যায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। কোথাও কাজকর্ম নেই। ত্রাণ পেয়ে বেশ উপকার হয়েছে।

কুড়িগ্রামের উলিপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য কল্পনা বেগম বলেন, ‘ প্রত্যন্ত চরে ত্রাণ পাঠানোর জন্য আমরা বসুন্ধরা গ্রুপের মালিকের প্রতি কৃতজ্ঞ।

ব্রহ্মপুত্র নদ অববাহিকার ভারতীয় সীমান্ত লাগোয়া অনেকগুলো বন্যা কবলিত এলাকায় বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, মুড়ি ও বিশুদ্ধ পানি।

উল্লেখ্য সিলেটের জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, কিশোরগঞ্জের মিঠামইন, কুড়িগ্রামের চিলমারী সহ আরও অনেক বন্যাকবলিত জনপদে এই ত্রাণ দেওয়া হয়েছে।

ত্রাণ সরবরাহ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ, প্রোডাক্ট লাইন-বি এর এজিএম মওদুদ আহমেদ (নর্থ বেঙ্গল), ডিএসএম-প্রোডাক্ট লাইন-বি আবুল বাশার (রংপুর বিভাগ), ডিএসএম- প্রোডাক্ট লাইন-বি আতাউর রহমান (ময়মনসিংহ), ডিএসএম- প্রোডাক্ট লাইন-বি দীপঙ্কর রয় (সিলেট) সহ স্থানীয় ডিস্ট্রিবিউটর, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ৩০,২০২২//