Print Date & Time : 14 May 2025 Wednesday 10:50 pm

১৪ বছরের সাজা প্রাপ্ত পলাতক আওলাদ গ্রেফতার

রূপগঞ্জ হতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আওলাদ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় হতে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক  মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাঝিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মো. আওলাদ হোসেন (৩৫) সোনারগাঁ থানার শেখ কান্দি গ্রামের মোঃ জাকারিয়ার পুত্র।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মো. আওলাদ হোসেন একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। একাধিক মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ মারামারি ও বিশেষ ক্ষমতা আইনে ৮টিরও বেশি মামলা চলমান রয়েছে যার মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে বিগত ২০১৫ সালে র‌্যাব-১১, সিপিএসসি কর্তৃক রুজুকৃত একটি মাদক মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন।

মামলার রায় হওয়ার পর আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল কঠোর গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তাকে শনিবার রাতে রূপগঞ্জ গ্রেফতার করতে সক্ষম হয়।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৯,২০২২//