ইবতেশাম রহমান সায়নাভ,বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পথচলা ১৫ বছরের হলেও এখনো হয়নি কোনো অডিটোরিয়াম। ক্যাম্পাসের বেশিরভাগ অনুষ্ঠান করতে হয় লাইব্রেরি থেকে ১০০ মিটার দুরত্বের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে।
৭৫ একরের এই শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগ রয়েছে ২২টি। মাসব্যাপী কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। অনুষ্ঠান চলাকালীন সময়ে বাদ্যযন্ত্রের উচ্চশব্দে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। অসুবিধার সম্মুখীন হন হলের শিক্ষার্থী ও লাইব্রেরিতে আসা শিক্ষার্থীরা।
পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, সকাল থেকে ছেলে-মেয়েদের চিল্লাচিল্লিতে আমাদের ঘুম ভাঙ্গে। সারাদিন জুড়ে থেমে থেমে আওয়াজ আসতেই থাকে। আমাদের পড়তে অসুবিধে হয়।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মেহরাব সিয়াম বলেন, প্রশাসনের এমন অব্যবস্থা দুঃখজনক। তারা শুধু নিজেদের প্রয়োজনে নতুন নিয়ম বানায়। তা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম জানান, আমরা বহিরাঙ্গন বিভাগের সাথে আলোচনা করছি। বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অনুষ্ঠান দ্রুত ক্যাফেটেরিয়া থেকে সরিয়ে স্বারকমাঠে আয়োজনের পরিকল্পনা চলছে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২৮,২০২৪//