Print Date & Time : 7 May 2025 Wednesday 4:50 pm

১৯৭০ এর প্রলয়ংকারী বন্যায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকারী বন্যায় নিহতদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন সহ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ০৭টায় স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা বয়েস ক্লাবের আয়োজনে কুয়াকাটা পৌর ভবনের সামনের মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রলয়ংকারী  বন্যার ৫৩ বছর হওয়ায় প্রদীপ জ্বালিয়ে ১৯৭০ অংকন করা হয়। এদিকে ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে অবস্থান কর্মসূচি এবং কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা বয়েস ক্লাবের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংবাদকর্মীরা।

কুয়াকাটা বয়েস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম আরেফিন হেলাল বলেন, ১৯৭০ সালের প্রলয়ংকারী বন্যার যে বর্ণনা আমরা শুনেছি তা মনে পড়লে আতঙ্কিত হয়ে পড়ি এখনও। আমাদের উপকূলীয় এলাকা সহ সারা বাংলাদেশের যত মানুষ সেদিনের বন্যায় হারিয়েছি তাদের সবার স্মরণে প্রদীপ প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১২,২০২৩//