মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীতে ১৯ বছর পর অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি মো.আবদুল করিম নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি উপজেলার ধলই এলাকার খাইরুল বশরের পুত্র।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার ০৭ জুন হাটহাজারী উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা করে র্যাব ৭ এর একটি আভিযানিক দল।
জানা যায়, আসামি আবদুল করিম হাটহাজারী উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায় সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। ভিকটিম করিমের প্রস্তাবে রাজী না হওয়ায় যেকোন সময় তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দিতো আবদুল করিম।
পরে গত ২০০৪ সালের ২৬ অক্টোবর অভিযুক্ত আবদুল করিম ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আবদুল জলিল বাদী হয়ে হাটহাজারী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন ও দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৭/৯(১)/৩০ ধরায় মামলা দায়ের করে যার নাম্বার -২৫(১০)০৪। মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে অভিযুক্ত ধর্ষক করিম আত্মগোপনে চলে গেলে পুলিশ তদন্ত শেষে করিমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং বিজ্ঞ আদালত বিচার কার্যক্রম চলাকালে আসামী মো.আবদুল করিম এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে র্যাব ৭ পলাতক আসামি করিমের অবস্থান নিশ্চিত হয়ে ওইদিন হাটহাজারী উপজেলার চেয়ারম্যান ঘাটা এলাকায় আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত ধর্ষক করিমকে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post