মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
চট্টগ্রাম জেলা প্রশাসন ২০২৩ সালে ২৩ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে “হাটহাজারী মডেল প্রাথমিক বিদ্যালয় ও “হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়” নামক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩০০০ চারাগাছ বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারাগাছ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, “জলবায়ুর পরিবর্তনে সৃষ্ট বিরুপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপন খুব জরুরি। এ উপজেলায় দেড় লক্ষ চারাগাছ লাগানো হবে। সবাইকে নিজ নিজ গাছ যত্নসহকারে বড় করে তুলতে অনুরোধ করেন। জেলা প্রশাসকের এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম বলেন, ” জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যার ২০২৩ সালে চট্টগ্রামে ২৩ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন। হাটহাজারীতে আমরা দেড় লক্ষাধিক গাছ লাগানোর কার্যক্রম হাতে নিয়েছি। পরিবেশ রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই উদ্যোগে সকলকে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।”
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post