Print Date & Time : 16 May 2025 Friday 4:27 am

২২ এপ্রিল গৌহাটিতে হবে অসম বঙ্গ সৌহার্দ্য সম্মেলন

প্রেসবিজ্ঞপ্তি: কামরূপ কামাক্ষার নীলাচল পাহাড়ের মনোরম শহর গুয়াহাটিতে এবার অনুষ্ঠান করবে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। আগামী 22 এপ্রিল/2022 থেকে শুরু করে ২৬ এপ্রিল পর্যন্ত এই সম্মেলন চলবে। গুয়াহাটির ঐতিহ্যবাহী শিল্পগ্রাম ও শঙ্করদেব কলাক্ষেত্রের গৌরব মন্ডিত হলে সম্মেলন উদ্বোধন করবেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।

বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডঃ রাধাকান্ত সরকার জানিয়েছেন, ২০০ জন কবি লেখক সংগীত নৃত্য ও আবৃত্তি শিল্পীসহ অন্যান্যদের সেখানে নেওয়া হবে। বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এই অনুষ্ঠানে যারা যাবেন তাদেরকে 22 23 24 এপ্রিল দ্বিতীয় স্যুইজারল্যান্ড খ্যাত মেঘালয়ের সুন্দরী শিলং শহর ঘুরিয়ে দেখানো হবে। ২৫ এপ্রিল কামরূপ কামাক্ষা মন্দির, নবগ্রহ মন্দির, ব্রহ্মপুত্রের বক্ষে ঊমানন্দ মন্দির, পান্ডুঘাট, সরাইঘাট ঝুলন্ত ব্রিজ এবং মহামুনি বশিষ্ঠের আশ্রম সহ অন্যান্য স্থান ঘুরিয়ে দেখানো হবে।    

২১ এপ্রিল সকাল 6:35 মিনিটে কলকাতার শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এবং বিকেল 3:45 মিনিটে হাওড়া থেকে সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেসে সবাই রওনা হবেন। যারা ফ্লাইটে গুয়াহাটি যাবেন তারা 22 এপ্রিল সকালের ফ্লাইটে যাবেন। গুয়াহাটি ও এয়ারপোর্টে সংগঠনের গাড়ি থাকবে তাদের রিসিভ করবে। ২৬ এপ্রিল রাত 10 টায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতার উদ্দেশে সবাই রওনা হবে। যারা ফ্লাইটে ফিরবেন তারা নিজ সময় মতো ফিরবেন।

যারা এই ঐতিহাসিক অনুষ্ঠান গুলোতে যেতে চান তাদেরকে নাম নথিভুক্ত করার আহবান জানানো হয়েছে। যারা Biswa Banga Sammelan ar LIFE MEMBER and PATRONSHIP নিবেন তারা আসামের এই মহা সম্মেলনে সপরিবারে যোগদান করতে বিশেষ সুযোগ পাবেন।

এই সম্মেলন উপলক্ষে বিশ্ব বঙ্গ সম্মেলন আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজের আওতায় Kolkata to Guwahati non A/C Train (up/Dn) Fare, থাকা খাওয়া অনুষ্ঠানে অংশগ্রহণ, স্মারক ও মানপত্রে সম্মানিত করা, গুয়াহাটি ও শিলং শহরে ঘোরাঘুরি সংযুক্ত । প্যাকেজ মূল্য জনপ্রতি 7.800 টাকা। 3 Tire A/C Train-( up/Dn)  Pakeg Cost Rs-9500 /-, ফ্লাইট প্যাকেজে গেলে 18.000 টাকা। নিজ খরচে (Kolkata to Guwahati)যারা যাবেন তাদের জন্য 7.500 টাকা।

10th April এর মধ্যে যারা বিশ্ব বঙ্গ সম্মেলন এর Life Membership নিলে 20% Less. অত্যন্ত সম্মানজনক PATRONSHIP নিলে 30% Less. এক্ষেত্রে পরিবারের জন্য 10% Less. (সকল নতুন আজীবন সদস্য ও পেট্রনকে জমজমাট মঞ্চে আকর্ষণীয় স্মারক মানপত্র উত্তরীয় পুষ্পস্তবক সহ নানান দ্রব্যে রাজসিক মর্যাদায় বরণ করে পরিচয় পত্র দেওয়া হবে। বিশ্ব বঙ্গ সম্মেলন এর এটাই অসাধারণ ও আকর্ষণীয় বিষয়।

মালদা সহ উত্তর বঙ্গের প্রতিনিধিদের প্যাকেজ মূল্য 700 টাকা কম। শিলচৱ কৱিমগঞ্জ আগরতলা যোরহাট ডিব্রুগড্ মনীপুর মেঘালয় প্রতিনিধি প্যাকেজ মূল্য-6000 টাকা (ঘোরাঘুরি সহ)। ঘোরাঘুরি না করলে 2.500 টাকা।

বাংলাদেশের প্রতিনিধিদের জন্য 1000 টাকা ছাড়। নিজ খরচে নিজ ব্যবস্থাপনায় সম্মেলন স্থলে গেলে 3000/= টাকা ( ঘুরাঘুরি বাদে 4 দিন থাকা খাওয়া ও অনুষ্ঠান করার সুযোগ পাবেন। একই পরিবারের মিনিমাম 4 জন গেলে 10% ছাড়।  

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২২, ২০২২//