Print Date & Time : 22 April 2025 Tuesday 10:24 am

২২ বছরেও এমপিওভুক্ত হয়নি বুড়িহাটী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

জেএসসি ও এএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বুড়িহাটী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২২ বছরেও এমপিওভুক্ত হয়নি। সকল যোগ্যতা থাকার পরও বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় বেতন ভাতা না পেয়ে শিক্ষক-কর্মচারীগন পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে জীবজন যাপন করছেন। বিদ্যালয়টি অগ্রাধিকার আওতায় এনে এমপিওভুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব ও শিক্ষা মন্ত্রনালয়সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দ্রুত সহায়তা চেয়েছেন অসহায় শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
আজ শনিবার ( ১ এপ্রিল) বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মো. জিয়ারত হোসেন জানান, ভাদগ্রাম ইউনিয়নের অবহেলিত এলাকার শিক্ষা বিস্তারের লক্ষে আনসার-ভিডিপি ক্লাব ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ২০০১ সালে বুড়িহাটী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে পাঠদানের অনুমোতি এবং ২০০৫ সালে স্বীকৃতি লাভ করায় বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বাড়তে থাকে। ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসির সহযোগিতায় বিদ্যালয়টির সার্বিক ফলাফল সন্তোষজনক হয়। বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা মিলে ৪০০ শতাধিক শিক্ষার্থী পাঠদান করছে। জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ খেলাধুলা ও সাংস্কৃতিক অংগনেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে চলেছে।
অপর দিকে অসহায় শিক্ষক-কর্মচারীগন জানিয়েছেন, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে সালের জেএসসি ও এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ সহ শতভাগ পাস পাশ করেছে। ভাল ফলাফলের পরও নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। প্রধান সমস্যা হচ্ছে বিদ্যালয়টি এমপিও ভুক্ত না হওয়া। বিদ্যালয়ের সার্বিক দিক তুলে তুলে ধরে এমপিও ভুক্তির জন্য একাধিকার আবেদন করা হয়েছিল। কিন্ত মন্ত্রনালয়ের সার্ভারের ক্রুটির কারনে এমপিওভুক্ত না হওয়ায় বেতন ভাতা না পেয়ে গত ২২ বছর ধরে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছেন। বিষয়টির দিকে সু নজর দেওয়ার জন্য তারা কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুর রহমান খান বলেন, অনেক আশা ভরসা ও এলাকার শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে বুড়িহাটী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়েছে। বিদ্যালয়টি সকল কাগজপত্র শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়েছে। তিন কোটি টাকার একটি চার তলা পাকা ভবন হয়েছে। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। মন্ত্রনালয়ের আমলাতান্ত্রিক জটিলতায় বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীগন বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, বুড়িহাটী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল সন্তোষ জনক। এমপিওভুক্তি না হওয়ায় বেতন ভাতা না পেয়ে শিক্ষক-কর্মচারীগন মানবেতর ভাবে জীবন যাপন করছেন।

এ ব্যাপারে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, বুড়িহাটী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তি না হওয়ায় শিক্ষক কর্মচারীগন মানবেতর জীবন যাপন করছেন। বিদ্যালয়টি এমপিওভুক্তির জন্যর শিক্ষা সচিব ও শিক্ষা মন্ত্রীর কাছে ইতিমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//