দেশের সংগীত বিষয়ক পত্রিকা মাসিক ‘সরগম’-র ২৬ বছর পার করে ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হাশেম খান, নাট্যজন রামেন্দু মজুমদার, বিশিষ্ট ব্যাংকার ও শিল্পি সোহেলা হোসেন, বিশিষ্ট সংঙ্গীতজ্ঞ লোকমান হাকিম, সাবেক সচিব ও সিএজি বাংলাদেশ মাসুদ আহমেদ, জনপ্রিয় গীতিকার শহিদুল্লাহ ফরায়জি, তপন মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারন সম্পাদক ইলিয়াস খান সহ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠান শুরু হয় ‘সরগম’ সাংস্কৃতিক দল’ এর সমবেত পরিবেশনা প্রখ্যাত গীতিকার কেজি মোস্তফা রচিত ও আলাউদ্দিন মাহমুদ সমিরের সুবে সরগম-থিম সং পরিবেশনার মাধ্যমে। তারপর দেশ বিদেশের সাংস্কৃতিকঅঙ্গনের প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
‘সরগম’ সাংস্কৃতিক দলেরও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এই দিন। এ প্রসঙ্গে ‘সরগম’ সম্পাদক ও সরগম সাংস্কৃতিক দলের সভাপতি কাজী রওনাক হোসেন বলেন, ‘সরগম সাংস্কৃতিক দলও ইতোমধ্যে সাফল্যের সাথে বেশ কিছু অনুষ্ঠান করেছে। অর্জন করেছে শ্রোতা-দর্শকদের মনোযোগ ও প্রশংসা। সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা নিয়মিত বিভিন্ন চ্যানেল, বিটিভি ও মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছেন। জন্মদিনের অনুষ্ঠানের এই শুভক্ষণে সরগম ও সরগম সাংস্কৃতিক দলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।’’
কেক কাটার পরই শুরু হয় সংগীত পর্ব। এতে সংগীত পরিবেশন করেন খুরশিদ আলম, তপন মাহমুদ, প্রমোদ দত্ত, রেবেকা সুলতানা, লিনু বিল্লাহ, ফাহিম হোসেন, কানন বালা সরকার, দিপ্তী রাজবংশী, রূপু খান, ডা. অরূপরতন চৌধুরী, অনামিকা মুক্তি গোমেজ, ইয়াসমীন মুশতারী, মুনতারিন মহল, লতিফা হেলেন, নারায়ণ চন্দ্র শীল, ড. বিশ্বজিৎ রায়, উল্কা হোসেন, রোকেয়া হাসিনা নীলি, মঞ্জু সাহা, সুজিত মোস্তফা, শিরীন শীলা, সঞ্জয় রায়, শওকত আরা আঁখি, আফসানা রুনা, নুরিতা নুসরাত খন্দোকার, জামিল ইব্রাহিম, সাজেদ ফাতেমী দল ও মনিকা দেওয়ানসহ জনপ্রিয় শিল্পীরা এবং সরগম সাংস্কৃতিক দলের শিল্পীবৃন্দ। প্রবীণ গীটারিস্ট এনামুল কবির গীটারে সুরের মূর্ছনা তুলে শ্রোতাদের মুগ্ধ করেন।
উপস্থাপনায় ছিলেন- শামিমা চৌধুরী এলিস
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৭,২০২২//

Discussion about this post