২৮ আগস্ট থানাপাড়া জেনোসাইড দিবস। ১৯৭১ সালে এই দিন রাতে রাজাকারদের হাতে শহরের থানাপাড়া জিকে ঘাটে ১০ জন নির্মমভাবে শহিদ হন।
বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সবুর, শিক্ষক কামাল উদ্দীন শেখ, কিশোর নূরুল ইসলাম, ওবায়দুর রহমান বুলু ও আক্কেল মোল্লা ঐদিন রাতে রাজাকারদের হাতে প্রাণ হারান। অবশিষ্ট পাঁচজনের পরিচয় আজও জানা যায়নি।
থানাপাড়া জেনোসাইড দিবস উপলক্ষে খান বাহাদুর শামসুজ্জোহা ভবনে (পুরাতন পোস্ট অফিসের সামনে) আজ বাদ আসর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল বা’দ জুম্মা থানাপাড়া জামে মসজিদে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।
শহীদ পরিবার কুষ্টিয়া’র পক্ষ থেকে সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান সংশ্লিষ্ট সবাইকে শহিদ পরিবারের কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।