Print Date & Time : 11 May 2025 Sunday 1:04 pm

২ এপ্রিল হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজারে ওরশ শুরু

কুষ্টিয়া প্রতিনিধি: হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফে পবিত্র বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হবে। হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফ পরিচালনা কমিটি, কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক জানান, কুষ্টিয়ায় হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদী মাজার প্রাঙ্গণে আগামী ১৯, ২০ ও ২১ চৈত্র ১৪২৮ বাংলা (২, ৩ ও ৪ এপ্রিল ২০২২ ইং) শনি, রবি ও সোমবার ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। সময় প্রত্যহ বাদ ফজর কোরআন তেলাওয়াত এবং বাদ মাগরিব মাহফিল ও হালকায়ে জিকির। পবিত্র রমজানের জন্য বাদ তারাবীর পরে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফ পরিচালনা কমিটি, কুষ্টিয়া এর সহ-সভাপতি গাজীউর রহমান।
প্রধান বক্তা পাবনার আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন (মাছিমপুরী)। দ্বিতীয় বক্তা কুষ্টিয়া বড় বাজার কুওয়াতুল ইসলাম জামে মসজিদের ইমাম আলহাজ্ব হযরত মোঃ রফিকুল ইসলাম। তৃতীয় বক্তা কুষ্টিয়া পাহাড়পুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা জিয়াউর রহমান। চতুর্থ বক্তা কুষ্টিয়া মদিনাতুল চাঁদ জামে মসজিদের ইমাম ক্বারী হাফেজ মোঃ ইয়াদ আলী। পঞ্চম বক্তা আড়–য়াপাড়া ছাখাবী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ওসমান গণি। ষষ্ঠ বক্তা আযান ও ইসলামী সংগীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সুরকার ও গীতকার ক্বারী হাফেজ মোঃ সাদিক হাসান। সপ্তম বক্তা কুষ্টিয়া বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা গিয়াস উদ্দিন। কোরআন তেলাওয়াত করবেন আড়–য়াপাড়ার হাফেজ চৌধুরী বোরহান উদ্দিন। ৩ দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফ পরিচালনা কমিটি, কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক।

দৈনিক দেশতথ্য//এল//