Print Date & Time : 2 July 2025 Wednesday 9:41 am

২ লক্ষ ৪ হাজার ২শজন কিশোরী পাবে এইচপিভি টিকা 

সিলেট প্রতিনিধি : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে সারাদেশের ন্যায় আগামী ২৪ অক্টোবর থেকে সিলেট  জেলায় অনুষ্ঠিত হবে মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন। 

শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত মোট ১৮ দিনের প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী/ কিশোরী (১০–১৪ বছর) ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ১০–১৪ বছর বয়সী কিশোরীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যয়বহুল এইচপিভি টিকা প্রদান করা হবে।

১৭ ডিজিটের জন্মনিবন্ধনের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন ও জন্মনিবন্ধন বিহীন কিশোরীদেরকে হোয়াইট লিস্টিংয়ের মাধ্যমে ক্যাম্পেইনের প্রথম ১০দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্র সমূহে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রসমূহে কিশোরীদেরকে এইচপিভি টিকা দেয়া হবে। 

জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে  শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যলয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন শিশু-কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রমের অধীনে জাতীয় গণমাধ্যম ইন্সটিউট এ তথ্য তুলে ধরে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ গোলাম আজম, জানান বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সারের পর দ্বিতীয়  সর্বোচ্চ রোগ জরায়ুমুখের ক্যান্সার । দেশে প্রতিবছর নতুন করে ৮২৬৮ জন নারী এই রোগে আক্রান্ত হোন এবং বছরে মারা যান অন্তত ৪৯৭১ জন। 

তিনি বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। এক ডোজ এইচপিভি টিকা নিলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যাবে। এটি কৈশোরকালীন স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত। তাই কোন কিশোরী যাতে এ টিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। ইপিআই ভ্যাকসিনের মধ্যে এইচপিভি সবচেয়ে দামী। এবারের লক্ষ্য হলো ৯৫ শতাংশ কিশোরীকে টিকার আওতায় নিয়ে আসা।

এহ/19/10/24/ দেশ তথ্য