Print Date & Time : 7 July 2025 Monday 5:59 am

৩০ সেকেন্ডের একটি সিদ্ধান্ত ৫ বছরের নির্ধারিত ভাগ্য

সেলিম আহামেদ তাক্কু : একটি দেশের সার্বিক মঙ্গল তখনই সম্ভব যখন একটি সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যখন একটি ইউনিয়নে শৃঙ্খলা বজায় থাকে, যখন একটি জেলা আদর্শ হয়ে ওঠে, যখন একটি বিভাগ মডেল হয়ে ওঠে।
বিন্দু বিন্দু জল থেকে যেমন গড়ে ওঠে সিন্ধু ঠিক তেমনই সামাজিক শান্তিশৃঙ্খলা ও সামাজিক উন্নয়নের হাত ধরেই এগিয়েই যায় একটি সমাজ, একটি ইউনিয়ন, একটি থানা, একটি জেলা, একটি বিভাগ সর্বোপরি দেশের সার্বিক মঙ্গল।

শিক্ষা-শান্তি-প্রগতিতে শুধু রাজধানী শহর নয়, একটি গ্রামও রোল মডেল হয়ে উঠতে পারে।
এর জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। একজন শিক্ষিত, সৎ, অভিজ্ঞ, ত্যাগী, যোগ্য নেতৃত্বের দ্বারাই সম্ভব একটি ইউনিয়ন কে রোল মডেল করে গড়ে তোলা। আসছে আগামী ২৮ নভেম্বর ১৩ নং কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল হুসাইন ( দীপক ) কে আনারস মার্কায় আপনার মুল্যবান ভোট দিয়ে নিজ ইউনিয়ন কে রোল মডেল করে তুলতে সহযোগীতার হাত বাড়িয়ে দিন। সৎ ও ভালো মানুষ কে নির্বাচিত করে নিজের মূল্যবোধকে প্রতিষ্টিত করুন। ২৮ তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন ! ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ৷