Print Date & Time : 12 July 2025 Saturday 3:57 pm

৩৪ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার!

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীতে আপন চাচাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বশির আহাম্মদ (৫৫) কে অবশেষে ৩৪ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

শুক্রবার (১৯ মে) রাতে র‌্যাব-৭ কর্তৃপক্ষ সাজাপ্রাপ্ত পলাতক আসামি বশির আহম্মদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাঙ্গামাটি সদর থানাধীন মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার নুর আহমমদের পুত্র বশির আহম্মদ সাথে ভিকটিম চাচা মকবুল হোসেন মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তির ভাগ-বন্টন জনিত পারিবারিক অশান্তি ও দ্বন্ধের জেরে গত ১৯৮৯ ইং সালের ১৩ ফেব্রুয়ারি চাচা মকবুল হোসেন কে আসামী ভাতিজা বশির আহাম্মদ ও তার সহযোগী আসামীরা চাচা মকবুল হোসেন কে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে।

পরে এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আসামী বশির আহাম্মদসহ আরও ৭/৮ জনকে আসামী করে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং নং-৮(২)৮৯,। থানায় মামলা দায়েরের পর হতে আসামী বশির আহাম্মদ আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আসামীর অনুপস্থিতিতে উক্ত হত্যা মামলায় প্রধান আসামী বশির আহাম্মদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করলে আসামি আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৩৪ বছর যাবৎ চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরে র‌্যাব-৭ তাকে গ্রেফতার করতে কাজ শুরু করলে গোপন তথ্যের ভিক্তিতে অভিযান চালিয়ে উপরে উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করে আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শো.রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামি বশির আহম্মদকে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//