নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়ায় বিএসএফ’র হাতে বাংলাদেশী বেদে সম্প্রদায়ের ৩ কিশোরসহ ৪ জন আটক হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকাল সাড়ে ৪টায় তাদের ফেরত দেওয়া হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানাগেছে, মুন্সিগগঞ্জ জেলার লৌহজং উপজেলার বোয়ালমান্দা গ্রামের বেদে পল্লীর অসিম মন্ডলের ছেলে আকাশ (১৪), রফিকুল মন্ডলের ছেলে আরজেদ মন্ডল (১৪), আরিফ মন্ডলের ছেলে সম্রাট (১৬) ও আলতাব হোসেনের ছেলে আল আমিন (২০) শনিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত দিয়ে ভারত সীমানায় প্রবেশ করে। এসময় ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে ক্যাম্পে নেয় এবং ঘটনাটি বিজিবিকে জানায়।
পরে বিকাল ৪টায় ১৫৩/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন মেঘনা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর সুকেশ শর্মা এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার ইশরাফিল আলম।
৩০মিনিট ধরে চলা পতাকা বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক ৪ বাংললাদেশী বেদে সম্প্রদায়ের কিশোর ও যুবককে ফেরত দেয় বিএসএফ। পরে মুচলেখা নিয়ে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছে বিজিবি।
দৈনিক দেশতথ্য//এল//