চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য মো. আজাদ (৪০) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার বিকেলে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তিনি নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন নিখোঁজ এর স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৮)। যার জিডি নম্বর-২৩৩/২৩।
নিখোঁজ মো. আজাদ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মরহুম মরহুম আব্দুর সবুর এর ছেলে।
থানায় করা ডায়েরি সূত্রে জানা যায়, গত সোমবার তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। তাঁর শারিরিক গঠনে মাথায় চুল কালো, গায়ের রঙ শ্যামলা ও উচ্চতা পাঁচ ফুট বলে জানা যায়।
এ ব্যাপারে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন বলেন, ‘বিষয়টি থানা পুলিশ গুরুত্ব দিয়ে দেখছেন। নিঁখোজ ব্যক্তির সর্বশেষ অবস্থান কক্সবাজারে বলে জেনেছি। বর্তমানে ফোন বন্ধ রয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করতেছি।’

Discussion about this post