Print Date & Time : 21 August 2025 Thursday 7:53 am

৩ দিন পর করোনায় মৃত্যু দেখল দেশ


স্টাফ রিপোর্টার:
টানা তিন দিন পর দেশে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত ১০৮ জন। এর আগে ১৫, ১৬ ও ১৭ মার্চ করোনায় দেশে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২৭৯টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের এবং মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ, আরেকজন নারী। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
দৈনিক দেশতথ্য//এল//