সিলেট অফিস:
সিলেট সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে। তবে সহসাই সিটি মেয়রের দায়িত্ব পাচ্ছেন না নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে অপেক্ষা করতে হবে আরও ৩ মাস। এরপর তিনি চেয়ারের মালিক হবেন। তার পূর্ব পর্যন্ত বর্তমান পরিষদের হাতেই থাকছে ক্ষমতা। এবং মেয়র হিসেবে থাকছেন বর্তমান মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।তিনি নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর করবেন। আর এই সময় তিনি সিলেটের উন্নয়ন কাজ পরিচালনা করে যাবেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হক জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশনের বর্তমান পরিষদ নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এরপর নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেননি। এ কারণে তাকে পদত্যাগ করতে হয়নি। তিনি সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন। এখনো সিলেট সিটি করপোরেশনের বেশকিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সিটি নির্বাচনের জন্য কিছু কাজ বন্ধ ছিল। নতুন কিছু প্রকল্পের কাজ শুরু হবে। এই সব কাজ মেয়র আরিফুল হক চৌধুরীর উন্নয়ন পরিকল্পনায় শুরু করা হয়েছিল। ফলে মেয়র আরিফুল হক চৌধুরী মেয়র থাকতে থাকতেই এসব কাজ শেষ করা হবে। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ‘সিলেট সিটি করপোরেশনে বিগত ১০ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যারা উন্নয়ন নিয়ে বিতর্ক করেন তারা হয়তো চোখে দেখেন না। এই নগর আমাদের সবার। সুতরাং উন্নয়নের ভাগিদার সবাই। আমি দল মতের ঊর্ধ্বে উঠে নগরের উন্নয়ন কাজ করেছি। এখনো করছি। ভবিষ্যতেও নগরবাসীর প্রয়োজনে পাশে থাকবো।’
তিনি জানান, ‘২০১৮ সালে প্রথম সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত পরিষদের প্রথম বৈঠক হয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহে। এ কারণে আমরা নির্ধারিত সময়েই দায়িত্ব হস্তান্তর করবো।’ সিলেট সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়েছিল ২০০১ সালের ৩১শে জুলাই। তখন পৌরসভা থেকে সিটিতে রূপান্তর করা হয় এ শহর। এরপর পৌরসভার পরিষদই সিটির দু’বছর দায়িত্ব পালন করেছিল। ভারপ্রাপ্ত মেয়র হয়েছিলেন তখন পৌর চেয়ারম্যান বদরউদ্দিন আহমদ কামরান। এরপর ২০০৩ সালে প্রথম সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। ২০০৮ সালে সিটি নির্বাচনে কারাগারে থেকেও নির্বাচিত হন বদর উদ্দিন আহমদ।
পরবর্তীতে ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। ২০১৮ সালে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন। সর্বশেষ গত বুধবারের সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি স্মার্ট সিটির ঘোষণা দিয়ে এবার নির্বাচনে জয়লাভ করেন।
নির্বাচিত হয়ে সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান জানিয়েছেন, ‘ক্লিন, গ্রিন ও স্মার্ট সিলেট নির্মাণে আমি যে প্রতিজ্ঞা করেছি মানুষ সেটা বিশ্বাস করেছেন, আর এ কারণেই আমাকে ভোট দিয়েছেন।’ তিনি বলেন, ‘মানুষের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। আমার লক্ষ্য নগরীর পানি নিষ্কাশন। একটু বৃষ্টি হলেই শহর পানিতে ডুবে যায়, বাড়িঘরে পানি ঢুকে যায়। সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলে মাস্টার প্ল্যান করে এই সমস্যার সমাধান করা হবে। এটাই প্রথম চ্যালেঞ্জ।’
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post