আল-হেলাল,সুনামগঞ্জ : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বাংলাদেশকে এগিয়ে নিতে সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন।১১ মার্চ শুক্রবার দুপুরে শহরের জগৎজ্যোতি পাঠাগার লাইব্রেরীতে সুনামগঞ্জ জেলা জাসদ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি এসব কথা বলেন।তিনি বলেছেন,করোনা থেকে জঙ্গীবাদ,স্বাধীনতা বিরোধী জামাত শিবির অপশক্তি ও দুর্নীতিবাজ সিন্ডিকেট এই চার শত্রুর কবলে পতিত রয়েছে বাংলাদেশ। আমরা করোনা মোকাবেলা করলেও জঙ্গীবাদ,জামাত শিবিরের অপতৎপরতা ও দুর্নীতিবাজ সিন্ডিকেট কে এখনও প্রতিহত করতে পারিনি। তিনি আরো বলেন, এই ৩ অপশক্তি হচ্ছে এই দেশের উন্নয়নের প্রধান শত্রু। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ৩ শত্রুকে প্রতিহত করতেই হবে।
জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা লোকমান আহমদ,যুগ্ম সাধারন সম্পাদক মীর্জা আনোয়ার হোসেন,ওহিদুজ্জামান চৌধুরী কবির,সুনামগঞ্জ জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট রুহুল আমিন তুহিন,বিশিষ্ট লেখক গবেষক সুখেন্দু কুমার সেন,যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নুর হোসেন,দিরাই উপজেলা জাসদের সভাপতি জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন,সাবেক কাউন্সিলর ফজর নূর ও মাহিন চৌধুরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এল//