Print Date & Time : 13 May 2025 Tuesday 7:39 am

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক অংশীজনের সেমিনার

সুশাসন প্রতিষ্ঠা অভিযোগ প্রতিকার ব্যাবস্থা সেবা প্রদান এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক অংশীজনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় আ লিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন, আ লিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপ পরিচালক জহিরুল হোসেন, সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।

শ্রম কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতৃবৃন্দ সেমিনারে অংশ গ্রহণ করেন।