Print Date & Time : 5 July 2025 Saturday 6:40 am

৫২ বছর পর পরিবর্তন হলো মির্জাপুর কলেজের নাম




প্রতিষ্ঠার ৫২ বছর অবশেষে পরিবর্তন হলো মির্জাপুর সরকারি কলেজের নাম। কলেজের নাম পরিবর্তন হয়ে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার (১৩ ফেব্রæয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব (অতিরিক্ত) মোসা. রোকেয়া পারভীন এ আদেশ জারি করেছেন। স্মারক নম্বর ৩৭. ০০. ০০০০. ০৬৯. ৯৯. ০০২. ১৯. ২০৭। তারিখ ৩০ মাঘ ২৪২৯, ১৩ ফেব্রæয়ারি ২০২৩। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. হাফিজুর রহমান।


জানা গেছে, মির্জাপুর কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ছিল মির্জাপুরবাসির উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠাত। ২০১৮ সালে মির্জাপুর কলেজকে সরকারী করন করা হয়। শহীদ ভাবানী প্রসাদ সাহা রবি শহীদ রণদা প্রসাদ সাহা রায় বাহাদুরের একমাত্র পুত্র। রণদা প্রসাদ সাহা ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্টজ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সমাজ সেবা ও অসহায়দের পাশে থেকে কাজ করাই ছিল একমাত্র নেশা। তিনি কুমুদিনী কল্যাণ সংস্থাসহ কুমুদিনী হাসাপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ^রী হোমস, কুমুদিনী সরকারী কলেজ টাঙ্গাইল, মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ, মির্জাপুর কলেজ, মির্জাপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ১৯৭১ সালের ৭ মে মুক্তিযুদ্ধের সময় পাকহানার বাহিনী ও এ দেশীয় রাজাকার আল বদর বাহিনী দানবীর রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে ধরে নিয়ে যায়। আজও তাদের কোন খোঁজ মিলেনি।


এদিকে ভবানী প্রসাদ সাহার নামে মির্জাপুর সরকারি কলেজ নাম করনের জন্য কুমুদিনী পরিবারসহ মির্জাপুরবাসি দাবী জানিয়ে আসছিল দীর্ঘ দিন ধরে। এ ব্যাপারে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচারক একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপার প্রতিভা মুৎসুদ্দি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ও বঙ্গ বন্ধুর কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শহীদ রণদা প্রসাদ সাহার পুত্র শহীদ ভবানী প্রসাদ সাহার নামে মির্জাপুর কলেজ নাম করন করায় আমরা কুমুদিনী পরিবার বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।


খালিদ সাইফুল /দৈনিক দেশতথ্য/ ১৩ ফেব্রুয়ারি ২০২৩