Print Date & Time : 17 July 2025 Thursday 10:25 pm

৫২ লক্ষ চারা বিতরণ করবে গ্রামীণ ব্যাংক


সিলেট অফিস :
গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় সদস্যদের মধ্যে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে।
বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর) গ্রামীণ ব্যাংক শাখায় চারা বিতরণ করা হয়েছে।গত ২০ জুন মঙ্গলবার সকাল ১১টায় ব্যাংকের কার্যালয়ে সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। বৃক্ষের চারা বিতরণ কালে গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয় পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছে । তিনি বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে গ্রামীন ব্যাংক সিলেট জোনাল অফিস এই বছর ৫২ লক্ষ বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের গাছের চারা রোপণ ও বিতরণ কাজ বাস্তবায়ন করেছি। গ্রামীণ ব্যাংকের প্রতি’টি শাখায় ১১ হাজার ৮ শত করে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।
এসময় গ্রামীণ ব্যাংক ফতেপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, সেকেন্ড ম্যানেজার আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।