পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। গতকাল সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। কারখানার সকল কার্যক্রম বন্ধ করে প্রতিটি গেটে তালা ঝুলিয়ে কারখানার মধ্যে অবস্থান নিয়েছেন ১৪৬ জন শ্রমিক।
আন্দোলনকারী শ্রমিক কাজী সামছুল হাসান বলেন, আমরা ২০১২ সাল থেকে দাবি জানিয়ে আসছি। আমরা যৌক্তিকভাবে পাঁচ দফা দাবি জানিয়ে আসলেও ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির কর্মকর্তারা নানা তালবাহানা করে আমাদের কোনো দাবি মানেনি।
আন্দোলনকারী শ্রমিকরা বলেন, আমরা ২০১২ সাল থেকে দাবি জানিয়ে আসছি। তারপরও দাবি আদায় না হওয়ায় আমরা কর্মবিরতি পালন করছি। দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে। ফ্যাক্টরি চলতে দেব না। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- প্রতি বছর বছর নিয়োগপত্র দেওয়া বন্ধ করে এক নিয়োগপত্র দিতে হবে। কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ মুনাফা শ্রমিকদের দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড সুবিধা দিতে হবে। শ্রমিকের ঝুঁকি বিমা নিশ্চিত করতে হবে এবং শ্রমিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, শ্রমিকরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন। আমরা ঘটনাস্থলে আছি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ আগষ্ট ২০২৩

Discussion about this post