Print Date & Time : 21 August 2025 Thursday 2:00 pm

৫ মার্চ তাসমিয়াহ পারভীন চৌধুরী হৃদির প্রথম মৃত্যুবার্ষিকী


নিজস্ব প্রতিবদেক:৫ মার্চ তাসমিয়াহ পারভীন চৌধুরী হৃদির প্রথম মৃত্যু বার্ষিকী। গত বছর এই দিনে ৩৪বছর বয়সে যুক্তরাষ্ট্রের বস্টন শহরে অবস্থিত ডানা ফার্বার ক্যান্সার ইন্সটিটিউটে ক্যান্সার পরবর্তী জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন। তাসমিয়াহ যুক্ত্ররাষ্ট্রের ম্যাসাচুসেট কলেজ অফ ফার্মেসি এন্ড হেলথ সাইন্স থেকে ফার্মডি ডিগ্রী লাভ করে প্রথমে স্প্রিংফিল্ডের বে স্ট্যাট হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ও পরে মার্সি মেডিকেল সেন্টারে ফার্মাইস্ট ম্যানেজার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাসমিয়াহ দুই শিশু সন্তান,স্বামী,পিতামাতা,একমাত্র ছোট বোনসহ বহু আত্মীয়স্বজন ও সুভাকাঙ্খী রেখে গেছেন। তাসমিয়াহ প্রখ্যাত সাংবাদিক ও কলমিস্ট মরহুম এবিএম মূসা ও সেতারা মূসার বড় নাতনি এবং সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা ও ফার্মাসিস্ট সেলিম আজাদ চৌধুরীর বড় মেয়ে। তাসমিয়াহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্ত্রাষ্ট্রের এমাস্ট শহরে তার নিজ বাসভবনে,ঢাকায় মোহম্মদপুরে ইকবাল রোড মসজিদ ও ফেনীর ছাগলনাইয়ার সতেরো গ্রামে দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//