কুষ্টিয়ার মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় অভিযোগকারীকে হত্যার হুমকি দিচ্ছেন দুর্বৃত্তরা।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের স্বেচ্ছাচারীতা, নিয়োগ বাণিজ্য, মাদ্রাসার গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ ও জমি দখলসহ মাদ্রাসার নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ এলাকাবাসীর পক্ষে সরকারি ছয় দপ্তরে লিখিত অভিযোগ দেন ওই এলাকার বাসীন্দা সবুর খাঁ। অভিযোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন লোকজন ও রাতের বেলায় রাস্তায় ধরে তাকে অভিযোগ তুলে নিতে চাপ দিচ্ছেন। আর অভিযোগ না তুলে নিলে হত্যারও হুমকি দিচ্ছেন তারা।
মৃত্তিকাপাড়া এলাকার বাসীন্দা মো. পলাশ হোসেন জানান, সভাপতি মো. হামিদুর রহমান ও সুপার মো. ফয়জুল্লাহ অর রশিদ যোগসাজস করে মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকসহ চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। এছাড়াও স্কুলের বহু বছরের পুরাতন লক্ষাধিত টাকার গাছ বিক্রি করে সেই টাকা মাদ্রাসা ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়াও তাদের দুজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগে আমাদের এলাকার সবুর খাঁ বিভন্ন দপ্তরে অভিযোগ দেন। এর পর থেকেই তাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এখন তিনি খুব ভয়ের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী সবুর খাঁ বলেন, মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. হামিদুর রহমান ও মাদ্রাসা সুপার মো. ফয়জুল্লাহ অর রশিদ মিলে মাদ্রাসায় দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারীতা, নিয়োগ বাণিজ্য, মাদ্রাসার গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ ও জমি দখলসহ মাদ্রাসার নানা অনিয়ম ও দুর্ণীতি করে আসছেন। এসব বিষয়ে আমি সংশ্লিষ্ট সরকারি ছয় দপ্তরে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দেয়। এর পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আমাকে অভিযোগ তুলে নিতে বলছে। আর যদি এসব অভিযোগ না তুলে নেই তাহলে আমাকে দেখে নেওয়া হুমকি দেওয়া হয়। এখন হত্যারও হুমকি দেওয়া হচ্ছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রসঙ্গত: গত ২১ নভেম্বর কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের স্বেচ্ছাচারীতা, নিয়োগ বাণিজ্য, মাদ্রাসার গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ ও জমি দখলসহ মাদ্রাসার নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ কুষ্টিয়া জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন (দুদক), কুষ্টিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দেন ওই এলাকার বাসীন্দা সবুর খাঁ।
এর আগে গত ১২ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসার সামনে মাদ্রাসা সভাপতি ও সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
খালিদ//দৈনিক দেশতথ্য//নভেম্বর ৩০,২০২২/