কুষ্টিয়া প্রতিনিধি: রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনে মহিউদ্দিন রনির উত্থাপিত ৬ দফা বাস্তবায়ন ও রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়ার একাধিক সামাজিক সংগঠন। রবিবার বিকাল সাড়ে ৫ টায় কুষ্টিয়ার কোর্ট স্টেশনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মানবিক যোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা আয়েশা ফেরদৌসী, বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, এমটিএন নিউজ ২৪ এর প্রকাশক ও সম্পাদক আমিন হাসান, কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সাংগাঠনিক সম্পাদক অপু হোসেন, অসহায় মানব সেবা সংগঠনের সদস্য বান্না হোসেন, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্য জিকু, মানবিক যোদ্ধা সংগঠনের সদস্য ইমরান আজিজ, মোস্তফা শাকিল, পান্না রেজা, বটছায়ার সভাপতি ইলিয়াস আহমেদ জুবায়ের।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ের ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে কয়েকদিন যাবত কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন রনি। আমারও মহিউদ্দিন রনির সাথে একাত্মতা ঘোষণা করে আজ কুষ্টিয়া কোর্ট স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছি। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, “তোমরা যারা ঘুষ খাও, তারা ঘুষ না খাইয়া পায়খানা থেকে বালতি আইনা সমানে খাও”!
দৈনিক দেশতথ্য//এল//