Print Date & Time : 7 July 2025 Monday 8:49 am

৭ মার্চের ভাষণ ছিল নিরস্ত্র জাতির সশস্ত্র যুদ্ধের পাথেয় : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট, ৭ মার্চ ॥

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ৭ মার্চের ভাষণ ছিল নিরস্ত্র জাতির সশস্ত্র যুদ্ধের পাথেয়। একটা নিরস্ত্র জাতি সশস্ত্র যুদ্ধে কিভাবে ঝাঁপিয়ে পড়তে পারে ৭ মার্চের ভাষণ হলো সেই উৎকৃষ্ট উদহারন। যে ভাষণের আবেগে যুদ্ধে নেমেছিল জাতি, পেছনে ফিরে তাকায়নি, ভাবেনি আমাদের কি হবে- সেটা এই ৭ মার্চের ভাষণ। ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের সুচনা ও প্রেরণা। স্বরাষ্ট্র মন্ত্রী বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৫ টায় জেলার আদিতমারী উপজেলাতে লোকসংস্কৃতি চর্চা বিষয়ক প্রতিষ্ঠান # ৩৯: মায়ের তরী#৩৯ আয়োজিত দুইদিন ব্যাপী লোক সংগীত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লোকসংস্কৃতি চর্চার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংগঠনটির উপদেষ্টা নরওয়ের নাগরিক ওয়েরা সেথের-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী উত্তরবঙ্গের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা সফরের অংশ হিসেবে সকালে কুড়িগ্রাম সফর শেষে র‍্যাবের বিশেষ হ্যালিকপ্টারে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে নামেন। পরে আদিতমারী ভাদাই গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত লোকসংগীত উৎসবে যোগ দিয়ে শিশু শিল্পীদের মনোজ্ঞ লোকসংগীত উপভোগ করেন। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক শাহরিয়ার কবির, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন হায়দার মানিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক টিএম মমিন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৭,২০২৪//