Print Date & Time : 3 May 2025 Saturday 12:53 am

৮০ শতাংশ, ইন্টারনেটে ধীরগতির শঙ্কা

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিসের ২২ কোটি টাকার বেশি বকেয়া থাকায় তাদের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ইন্টারনেটে ধীরগতির আশঙ্কা করা হচ্ছে।

এমন পদক্ষেপ নেয়ার বিষয়ে ‍বিটিআরসি জানায়, বারবার বলার পরও আমরা টেকনোলজিস বকেয়া পরিশোধে ব্যর্থ হয়। তাই তাদের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করা হয়েছে।

বিটিআরসি তাদেরকে অন্তত ১০ কোটি টাকা পরিশোধ করে বাকি টাকা কিস্তিতে দেয়ার প্রস্তাবও দিয়েছিল। তা সত্ত্বেও কোম্পাানিটি টাকা পরিশোধে ব্যর্থ হয়।

এর আগে, গত জুলাইতে বকেয়া ৩৩ কোটি টাকার জন্য কমিশন আমরা টেকনোলজিসের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয়। অবশ্য পরে সেই নির্দেশনা প্রত্যাহারও করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে দেশে মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দৈনিক প্রায় ৫ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হয়।