ভিসার যাত্রী ও পর্যটকের যাতায়াত থাকবে স্বাভাবিক
শারদীয় দুর্গাপূজা, ঈদ-ই মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটির কারণে ফাঁদে জেলার ৪র্থ দেশীও বুড়িমারী আন্তর্জাতিক স্থলবন্দর টি ৯দিন বন্ধ থাকবে। আগামী ১০ অক্টোবর পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে। তবে ইমিগ্রেশন রুট চালু থাকবে।
জানা গেছে, সরকারি ছুটির এই ৯ দিন বুড়িমারী আন্তর্জাতিক স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা রয়েছে। পাসপোর্টধারী ভিসার যাত্রী গণ ও পর্যটকের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুড়িমারী শুল্ক স্টেশন, স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর কতৃপক্ষ দুই দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। পুরায় আগামী ১০ অক্টোবর বুড়িমারী স্থল বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ৩০,২০২২//

Discussion about this post