মা মনি দুস্থনারী ও প্রতিবন্ধী শিশু কল্যাণ সংস্থার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সংস্থার চেয়ারম্যান কাজী খুরশিদা খান। সে সময় অন্যান্যদের মধ্যে সংস্থার উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কালে সংগঠনের চেয়ারম্যান কাজী খুরশিদা খান বলেন, প্রতি বছরই মা মনি দুস্থনারী ও প্রতিবন্ধী শিশু কল্যাণ সংস্থা এধরণের মানবিক কর্মসূচি নেয়। করোনার সময়ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এই সংস্থা শুধু এবারই নয়, প্রতি বছরই শীতের সময় শীতবস্ত্র বিতরণ করে।
এবারে শীতের প্রচন্ডতা থেকে অসহায় মানুষদের রক্ষার জন্য কম্বল ও মাফলার দেওয়া হচ্ছে। তার সংস্থা সব সময়ই দুস্থদের পাশে থাকে। আগামীতেও থাকবে।

Discussion about this post