বালিয়াকান্দিতে বাড়ীর পথ বন্ধ করার অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি জমাজমির বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ীর পথে ৩দিন বাঁশের বেড়া ও কাঁটা ফেলে পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলীগ্রামে এ ঘটনা ঘটে।গতকাল বুধবার সকালে সরজমিনে গেলে বাড়ীর মালিক বড় হিজলী গ্রামের মৃত আলহাজ আজগরআলী মন্ডলের ছেলে ও বড়হিজলী আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক আউয়াল মাষ্টার জানান, আমারপ্রতিপক্ষ বড় হিজলী গ্রামের মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে হাবিবুর রহমান, লিটন হোসেন, টিটোন হোসেন ও হাফিজ মন্ডলের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে আমার বাড়ীর যাতায়াতের পথে বাঁশের বেড়া ও কাঁটা ফেলে বাড়ীতেআসা যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এই বাঁশের বেড়া ও কাঁটা ফেলে রাখার কারণে আমার বাড়ীর পরিবারের লোকজনসহ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেনা। এমন কি মাঠের পেঁয়াজ ফসল বাড়ীতে আনতে পারছি না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওবালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। দৈনিক দেশতথ্য//এল//