কুষ্টিয়ায় বসুন্ধরার সিমেন্ট সেক্টরের ইফতার মাহফিল
বসুন্ধরার সিমেন্ট সেক্টরের উদ্যোগে কুষ্টিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ আয়োজন ...
বসুন্ধরার সিমেন্ট সেক্টরের উদ্যোগে কুষ্টিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ আয়োজন ...
কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়ার অরিন শর্মাকে আজীবন শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষনা দিয়েছে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ। ১০ বছর বয়সী ...
দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার বটতৈল-খাজানগর-পোড়াদহ এলাকায় গেল ৪৫ বছর ধরে ছোট-বড় মিলিয়ে অন্তত সাড়ে চারশো চালকল গড়ে উঠেছে। ...
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টা থেকে ...
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যদের সাথে বিএফইউজের নেতৃবৃন্দের মতবিনিময় সভা রবিবার সকাল ১০টায় শহরের "দিশা টাওয়ারে" ইউনিয়নের সভাপতি আব্দুর ...
পাইকগাছায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনেও হাঁসি নেই কৃষকের মুখে। কোন কোন এলাকায় শেষ সময়ে নেক ব্লাস্টের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। প্রস্তুতি না থাকায় কৃষি বিভাগের পরামর্শেও কাজ হয়নি আক্রান্ত ক্ষেতে। ইতোমধ্যে অনেক এলাকায় কর্তন শুরু হলেও শীষে ধান নাথাকায় শ্রমিকের মজুরী উসুল হচ্ছেনা। এমন পরিস্থিতিতে প্রণোদনা দাবি করেছেন তারা। কৃষি অফিসের তথ্য মতে, চলতি বোরো আবাদ মৌসুমে ৪ হাজার ৯ শ’ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রথম থেকে লবণ পানির উত্তোলনে বিধি নিষেধ থাকায় শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৮ শ’ হেক্টর বেশি জমিতে অর্থাৎ ৫ হাজার ৭শ’ হেক্টর জমিতে বোরা আবাদ হয়। এর কারণ হিসেবে গত বার উৎপাদনের পাশাপাশি দাম ভাল থাকার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কৃষকরা সর্বস্ব বিনিয়োগ, কেউ বা ঋণ নিয়ে, স্বর্ণালংকার বন্ধক রেখে অধিক লাভের আশায় বোরোর আবাদ করেন। তবে আবহাওয়ার অনুকুল পরিবেশে বাম্পার ফলনের আশায় প্রথমে কৃষকের মুখে হাঁসি ফুটলেও মাঝামাঝি সময়ে ধানের শীষ ভারী হওয়ার সাথে সাথে দেখা দেয় ঘাতক ছত্রাক নেক ব্লাস্টের আগ্রাসন। প্রস্তুতি না থাকায় কোনকিছু বুঝে উঠার আগেই আকষ্মিক মাঠের পর মাঠ ব্লাস্ট শেষ করে দেয় কৃষকের সোনালী স্বপ্ন। মাঠ পর্যায়ে কাজ করা উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শেও কার্যত কোন কাজ হয়নি বলেও অভিযোগ কৃষকদের। কোন কোন এলাকায় প্রান্তর জুড়ে পাকা ধানের ক্ষেত দেখা গেলেও মূলত মাঠের সব ধানই চিটে হয়ে গেছে। কৃষকরা জানান, আক্রান্ত ক্ষেতের অধিকাংশই ব্রি-২৮ জাতের ধান। আকষ্মিক জাতবিশেষ ধানের ক্ষতির মুখে আগামীতে ব্রি-২৮ আবাদ নিয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। এব্যাপারে পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, ‘নেক ব্লাস্ট থেকে রক্ষা পেতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষক পর্যায়ে সভা-সমাবেশ, মাইকিং, লিফলেট বিতরণপূর্বক ও কৃষকদের করণীয় তুলে ধরেছেন। ক্ষেত্রে তারা ছত্রাক থেকে রক্ষা পেতে নাটিভো, ব্লস্টিন, ফিলিয়া, টাটাভোজাতীয় ছত্রাকনাশক ধান ক্ষেতে ছিটানোর পরামর্শ দিয়েছেন বলেও দাবি করে তিনি আবহাওয়ার অনুকুল পরিবেশে কৃষি বিভাগের সার্বিক তদারকি ও কৃষকের নিবিড় পরিচর্যায় রোগ-বালাইয়ের প্রকোপ কম থাকায় চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে বলেও দাবি করেন। কৃষি বিভাগ আরো জানায়, ইতোমধ্যে বিভিন্ন এলাকার কৃষকরা উফশি জাতের ধান কাটা শুরু করেছেন। বাম্পার ফলন পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে কোন এলাকার কৃষকরা বলছেন ভিন্ন কথা, তাদের দাবি, প্রস্তুতি না থাকায় তারা ধানের পরিবর্তে চিটাসহ গাছ কর্তন করছেন। এজন্য তারা কৃষি বিভাগের আগাম সতর্কতা কিংবা পরিকল্পনাহীনতাকেই দায়ী করছেন। কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে নেক ব্লাস্ট উপজেলায় বোরো ক্ষেতে খুব বেশি ক্ষতি করতে পারেনি। তাদের হিসাবমতে, উপজেলায় মাত্রা ৪০ হেক্টর জমিতে এ ছত্রাকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে ৫ হাজার ৭শ’ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যার মধ্যে ২ হাজার ৪১২ হেক্টর ব্রি ধান-২৮, ১ হাজার ১৩৪ হেক্টর ব্রি ধান-৬৭, ১৯০ হেক্টর ব্রি ধান-৫৮, ৭৫ হেক্টর ব্রি ধান-৫০, ২৩ হেক্টর ব্রি ধান-৮৮, ৩০ হেক্টর ব্রি ধান-৭৪, ৫০ হেক্টর ব্রি ধান-৮১, ২১ হেক্টর ব্রি ধান-৭৭, ১২ হেক্টর ব্রি ধান-৭৮, ১০ হেক্টর ব্রি ধান-৯৯, ৩ হেক্টর ব্রি ধান-১০০, ৩০ হেক্টর ব্রি ধান-৬৩, ১৫ হেক্টর ব্রি ধান-৯২, ১৫ হেক্টর বিনাধান-১০, ১৫ হেক্টর বিনাধান-১৪, ১৫ হেক্টর বিনাধান-২৪। উন্নত জাতগুলোর মধ্যে হাইব্রিড হিরা ১৪১ হেক্টর, শক্তি-২-৮৬ হেক্টর, তেজগোল্ড ১৪৩ হেক্টর, সিনজেন্টা-১২০৩- ২২২ হেক্টর, এসএল ৮ এইচ ২৯৫ হেক্টর, এম এস-১- ৩২৫ হেক্টর ও এসিআই-১- ৩৬০ হেক্টর। তবে কোন এলাকায় লবণ পানির উত্তোলন বন্ধ থাকায় সেখানে বোরো আবাদ হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে আরো প্রায় ৮ শ’ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। গদাইপুর চরমলই গ্রামের কৃষক আজিজুল হক জানান, ৪বিঘা জমিতে ভিত্তি-২৮ আবাদ করেন। তার মধ্যে দেড় বিঘা জমির ধান নষ্ট হয়েগেছে। জিন্নাত মোড়ল বলেন, তিনি ৩ বিঘা জমিতে আবাদ করেছিলেন। কৃষি অফিসের পরামর্শে শত চেষ্টা করেও শেষ পর্যন্ত কোন ধান বাঁচাতে পারেননি তিনি। সরলের কৃষক নিখিল মন্ডল বলেন, তিনি ৯ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ব্লাস্ট আক্রান্ত হয়ে ক্ষেতের প্রায় সব ধান নষ্ট হয়ে গেছে। কোনো ওষুধ দিয়েই লাভ হয়নি। একই প্রতিক্রিয়া মেলেকপুরাইকাটির শাহাজান, ভুট্টো, গদাইপুরের আমজাদ, মান্নান, রেজাউল, সালাম, হাকিম। কাশিমনগরের আব্দুল্লা মোড়লদের। তথ্যানুসন্ধানে জানাযায়, উপজেলার ব্রি ধান-২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ বেশি দেখা দিয়েছে। তবে অন্যান্য উপজেলার চেয়ে পাইকগাছার অবস্থা অনেকটা ভাল। ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ কৃষকরা বলছেন, ঋণের খড়গ কিছুতেই যেন পিছু ছাড়ছেনা তাদের। গতবার লবক্ততা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হয়। আর এবার ব্লাস্ট ক্ষতি করল তাদের। ঋণের টাকা পরিশোধ নিয়েও আশংকা তাদের। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কৃষি বিভাগের সার্বিক তদারকি ও কৃষকদের অতিরিক্ত সতর্কতায় নেক ব্লাস্ট খুব বেশি ক্ষতি করতে পারেনি। ব্লাস্ট ছাড়া অন্যান্য রোগ-জীবানুর প্রকোপ কম ছিল বলেও দাবি তার। সব মিলিয়ে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বোরোর বাম্পার ফলন হয়েছে বলে মনে করেন তিনি। ইতোমধ্যে উফশি জাতের বোরো কর্তন শুরু হয়েছে। সেখানে হেক্টর প্রতি উৎপাদন ৫ থেকে ৬ মেট্রিকটন ছাড়িয়ে গেছে। এসময় তিনি আগামীতে ২৮ এর পরিবর্তে ৬৭, ৮১, ৮৮, ৯২, ৯৯ ও ১০০ সহ অন্যান্য জাতের ধান আবাদে কৃষকদের পরামর্শ দেন তিনি। এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২২//
মহাবলী হনুমানের জন্ম জয়ন্তীতে খুলনার পাইকগাছায় অনুষ্ঠীত হচ্ছে বজরংবলী পূজা। আয়োজকরা জানান, খুলনা বিভাগে প্রথম আর সারাদেশে দ্বিতীয় স্থান হিসেবে তারা সুন্দরবন উপকূলীয় পাইকগাছার গড়ইখালী’র ঘোষখালী নদী ঘেঁষা হোগলার চকে এ বজরংবলী পূজার আয়োজন করেছেন। মহাবলী হনুমানের জন্ম জয়ন্তীতে গড়ইখালী ইউনিয়নবাসীর উদ্যোগে স্থানীয় যুব সম্প্রদায় শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এ পূজার আয়োজন করেন। জন্মজয়ন্তীতে তারা ৩ দিনব্যাপী বজরংবলী পূজা অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা ২ বৈশাখ, ১৬ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬ টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে হনুমান মূর্তির গায়ে সিঁদুর, লাল চন্দন লাগানো হয়। ধূপ-ধুনো, খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। এদিন হনুমানজির প্রসাদ হিসেবে গুড়, ভেজানো বা ভাজা ছোলা, বেসন লাড্ডু রাখা হয়। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ১৭ ও ১৮ এপ্রিল ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে। জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সার্বিক সহযোগিতা করছেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু ও প্যানেল চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, সিঙ্গাপুর প্রবাসী ক’জন যুবকসহ স্থানয়ি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এদিকে জন্মজয়ন্তী উদযাপনে আরো সপ্তাহ খানেক আগে স্থানীয় প্রতিমা শিল্পী পুলিন বিহারী কয়াল ও তার দু’ছেলে দীপঙ্কর ও দেবাশীষ কয়াল দিনরাত পরিশ্রম করে ২১ হাত উঁচ্চতার একটি মহাবলী হনুমানের মূর্তি তৈরী করেছেন। আয়োজকরা জানান, ইতোপূর্বে দেশে প্রথম বারের মত মাদারীপুরে বজরংবলী পূজা হয়। আর দ্বিতীয় বারের মতো খুলনার পাইকগাছার হোগলারচকে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে তারা প্রথমে অনলাইন থেকে অভিজ্ঞতা সঞ্চার করে স্থানীয় যুবক অরিষ্টান, নীলয়, মনোজ, প্রদীপ, প্রসেনজিৎ, তুষার, আকাশ, কংকন, রতন, সৌরভ, বরুন, সুজয়, সবুজ, উজ্জ্বল, চিন্ময়, দেবপ্রসাদসহ যুবকরা বজরংবলী পূজার উদ্যোগ গ্রহণ করেন। আয়োজক কমিটির সভাপতি দুলাল মন্ডল, সম্পাদক লক্ষ্মীকান্ত মন্ডল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মানবেন্দ্র নাথ মন্ডল বলেন, ৩ দিনের এ উৎসবে অতিথি হিসেবে যোগদান করবেন প্রশাসনের কর্তা-ব্যাক্তিরাসহ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও সম্পাদক আনন্দ মেহন বিশ্বাসসহ অন্যান্যরা। এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২২//
রোমান আহমেদ, জামালপুর: জেলা পরিষদ বিল পাস হওয়ার পরপরই সম্ভাব্য প্রার্থীদের নড়াচড়া শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে বিভিন্ন সংস্থার লোকজন ...
মৌলভীবাজারে পিছিয়েপড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ইউরোপিয়ানইউনিয়ন ও ক্রিশ্চিয়ান ...
খুলনার পাইকগাছায় এক গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই কালে শুকুর আলী (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সে ...
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ dtbangla@gmail.com
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET