Day: August 7, 2022

মির্জাপুরে ডাকাত ছিনতাইকারীসহ দুই শতাধিক গ্রেফতার

মির্জাপুরে ডাকাত ছিনতাইকারীসহ দুই শতাধিক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে অপরাধ দমনে চলছে পুলিশের সাড়াশি অভিযান। আন্তজেলা ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও পলাতক আসামীসহ দুই শতাধিক অপরাধীকে গ্রেফতার ...

ঝিনাইদহে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা নিহত ও জ¦ালানী তেলসহ সারের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ...

অসময়ে তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন দুই উদ্দোক্তা

অসময়ে তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন দুই উদ্দোক্তা

খামারের দুই পাশে সারি সারি ধান ক্ষেত, এরই মাঝে জালের ফাঁকে সারি সারি ঝুলছে বিভিন্ন আকারের ছোট বড় তরমুজ। এই অসময়ের তরমুজ দেখে অবাক হবেন সকলেই।বরগুনা জেলার সদর উপজেলার সদর ইউনিয়ন এর কালীরতবক গ্রামের আবদুল আলীম ও বনি আমিন নামের দুই যুবক ৮০ শতক জমিতে বর্ষাকালে এমন তরমুজের আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন। জানা যায়, গত বছর বর্ষাকালে ইউটিউব দেখে পরীক্ষামূলকভাবে ৮০ শতক জমিতে তরমুজ চাষের উদ্যোগ নেন আলিম ও তার ছোট ভাই বনি আমিন। বাড়ির সামনের মাছের ঘেরের পাশে ৫০০ চারা রোপণ করেন তারা। এলাকার লোকজন এসব দেখে প্রথমে হাসিঠাট্টা করেন। দেখতে দেখতে আলীম ৫০০ গাছে দেড় হাজার তরমুজ পেয়েছেন তখন। গত বছর তাদের বিক্রি হয়েছিলো ৩ লক্ষ টাকা আর তাদের খরচ হয়েছিলো ৩৫ হাজার টাকা। গতবছর তরমুজ চাষ করে লাভবান হওয়ার পর এবার আবারও ৮০ শতক জমিতে তরমুজ আবাদ করেছেন এই দুই ভাই । মে মাসের শেষের দিকে খামারে ৩ জাতের ৩৫০ টি চারা রোপণ করেন তারা দুই ভাই। উপরে সবুজ ভিতরে হলুদ,উপরে হলুদ ভিতরো লাল ও ভিতরে সবুজ ভিতরে লাল এই ধরনের তরমুজের চার তারা রোপন করেছেন।চারাগুলো পরিচর্ষা করলে তা বেড়ে ওঠে। এরপর পুকুরের মধ্যে খুঁটি পুঁতে জাল দিয়ে লতাগুলো জালের ওপর তুলে দিলে সেগুলো বেড়ে উঠতে থাকে। বাংলাদেশে সচারচ হলুদ তরমুজ মানে কানিয়া জাতের তরমুজের চাষ হয় না বললেই চলে। তবে তারা দুই ভাই এই অসময়ে এই জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সবার চোখে। ইতিমধ্যে তরমুজ বিক্রি শুরু করেছেন তারা দুই ভাই। এবার ৮০০ টি গাছে এক হাজার ২০০ তরমুজ আসবে বলে আশা করছে এই উদ্দোক্তা দুই ভাই।প্রতিটি তরমুজের ওজন ২ থেকে তিন কেজি। যা কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।   এবার তরমুজ আবাদে ব্যয় হয়েছে দশহাজার টাকা। ১০ হাজার টাকা উৎপাদন খরচের বিপরীতে ১লাখ ৮০  টাকার উপরে তরমুজ বিক্রি হবে জানান আলিম ও তার ভাই। উদ্যোক্তা আলিম বলেন, ইউটিউবে ভিডিও দেখে তরমুজ চাষের বিষয়টি আমার ছোট ভাই বনি আমিন আমাকে জানায়। আমিও বিষয়টি শোনার পরে আগ্রহী হই। এরপর দুই ভাই মিলে বাড়ির সামনে জমিতে তরমুজ চাষের জন্য পরিকল্পনা করি। এরপর জমি প্রস্তত করে তরমুজ আবাদ করি দুই ভাই। প্রথমে অনেকেই অসময়ে তরমুজ চাষ করা নিয়ে হাসি ঠাট্টা করলে আমাদের সফলতা দেখে তারাই আবার আমাদের কাছে পরামর্শ নিতে আসেন। আমাদের দেখাদেখি এই এলাকার দুএকজন সল্প পরিসরে শুরু করেছেন। উদ্দোক্তা আলিমের ছোট ভাই বনি আমিন বলেন, অসময়ে তরমুজ আবাদ করা যায়- এমন বিষয় ইউটিউব এ দেখে   আমি আর বসে থাকিনি সাথে সাথে বড় ভাই আলিমকে জানাই। এবং ভাইয়া সম্মতি দিলে দুই ভাই সেই কাজে নেমে পড়ি। কাজটা যখন প্রথম শুরু করি, তখন অনেকে হাসিঠাট্টা করেছে। ফলে আমাদের মনে এক ধরনের জেদ তৈরী হয়। সেই জেদের কারণেই বাবা-মা, দুই ভাইয়ের পরম যত্নে আমাদের সফলতা আসে। তিনি আরও জানান, এবার দেড় হাজার তরমুজ উৎপাদন হয়েছে। ওজনে দুই থেকে তিন কেজি। দেড় হাজার তরমুজ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে বাড়ি থেকেই। বরগুনা জেলা কৃষি কর্মকর্তা জোবায়দুল আলম বলেন, সারাদেশে এই পদ্ধতি ছড়িয়ে দেওয়া গেলে একদিকে যেমন তরমুজ সারাবছর পাওয়া যাবে, অন্যদিকে সকল তরমুজ চাষিরাও লাভবান হবেন। যারা এই জাতের তরমুজ চাষ করতে আগ্রহী, কৃষি অফিস থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। জেলা কৃষি অফিস থেকে আলিম ও বনি আমিনকে কোন সাহায্য করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় তাদের দুই ভাইকে সাহায্য করে যাচ্ছি। তাদের কে কৃষি অফিস থেকে সার ঔষধ সহ বিভিন্ন সামগ্রি দিয়েছি। প্রসঙ্গত, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে ২০১৭ সালে প্রথম ভাসমান সবজি ও ফল আবাদ প্রকল্পের অধীনে প্রথম পরীক্ষামূলক ‘বেবি ওয়াটার মেলন’ বা ছোট তরমুজের আবাদ শুরু হয়। সেটা ছিল আকারে ছোট, দু’এক কেজি ওজনের এবং হাইব্রিড প্রজাতির। এরপর এই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে গতবছর দুটি দেশি জাত বারি তরমুজ-১ ও ২ উদ্ভাবন করেন। এই প্রজাতির তরমুজ প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।  এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৭,২০২২//

জনবল সংকটে খুলনায় স্বাস্থ্য সেবা ব্যহত

জনবল সংকটে খুলনায় স্বাস্থ্য সেবা ব্যহত

২১৪ জন আউটসোর্সিং কর্মচারীর চুক্তির মেয়াদ শেষ খুলনা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নির্ধারিত আউটসোর্সিং কর্মচারী নিয়োগ না ...

গুচ্ছের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে প্রথম হয়েছেন দুই সামিয়া

গুচ্ছের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে প্রথম হয়েছেন দুই সামিয়া

একই ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সামিয়া নামের দুই শিক্ষার্থী যৌথভাবে প্রথম হয়েছেন। দু' জনেরই পছন্দ শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ...

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং টেনশন প্রুপের ৭জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের একটি কিশোর গ্যাং এর নাম টেনশন প্রুপ। ওই গ্রুপের ৭জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১।  রবিবার রাতে মিজমিজি এলাকায় র‌্যাবের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। সোমবার বিকালে আদমজীতে অবস্থিত র‌্যাব -১১এর প্রধান কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। আটকৃতরা হল- মিজমিজির শফিকুল ইসলামের ছেলে মো. রাইসুল ইসলাম সিমান্ত (গ্যাং লিডার), নজরুল মিয়ার ছেলে মো.নাঈম মিয়া, হাজী আল আমিনের ছেলে মো. হাসান, ইসলামের ছেলে মো. পারভেজ মিয়া, আব্দুল হাকিমের ছেলে আবির বিনহাকিম, আমান উল্লাহর ছেলে মো. রাহাত ও হাজী নুরুল ইসলামের ছেলে মো. রিয়াদুল ইসলাম। তাদেরকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়।  প্রত্যেকের বয়স ২১ হতে ২৪ বছর। তাদের কাছ থেকে ১টি গুপ্তি ছোরা, ২টি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, ২টি ছোরা এবং ২টি লোহা ও ষ্টিলের পাইপ উদ্ধার করা হয়। তারা নিজেদেরকে কিশোর গ্যাং “টেনশন গ্রুপ” এরসদস্য বলে পরিচয় দিয়ে থাকে।  র‌্যাবের মিডিয়া কর্মকর্তা জানান, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনা স্থলে গুপ্তি ছোড়া, লোহারও ষ্টিলের পাইপ, ছোরা, সুইচগিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়েসংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা ৭ থেকে ১০ জনের একটি গ্রুপসংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। এরই প্রেক্ষিতে র‌্যাব- ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে ছায়া তদন্ত শুরু করে এবংসুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তাদেরবিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ...

Page 1 of 4 1 2 4

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist