Day: March 8, 2023

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কোচিং ছাড়ল ছাত্রী !

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কোচিং ছাড়ল ছাত্রী !

কুষ্টিয়ায় এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন কোচিং সেন্টারের শিক্ষক। রাজি না হওয়ায় ওই  ছাত্রীকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।   শুধু তাই নয়, কুপ্রস্তাব দেওয়ার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী ছাত্রীর প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিযুক্ত শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের সোহান'স ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারে। এ ঘটনায় মঙ্গলবার (৭ মার্চ) অভিযুক্ত ওই তিন শিক্ষকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা লিখিত অভিযোগ দায়ের করেছেন।  অভিযুক্ত শিক্ষকরা হলেন- সোহান'স ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারের ইংরেজি বিভাগের শিক্ষক ফয়সাল আহমেদ তুর্জ, অফিস সহকারী আশরাফুল ইসলাম ও কোচিং সেন্টারটির পরিচালক নাহিদুল ইসলাম সোহান। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ সূত্রে জানা গেছে, শহরে কোর্টপাড়া এলাকার এক ছাত্রী কুষ্টিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত সোহান'স ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারে মানবিক শাখায় পড়েন। সেখানেই দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারটির ইংরেজি বিভাগের শিক্ষক ফয়সাল আহমেদ তুর্জ অশ্লীল কুপ্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টি কোচিং সেন্টারটির অফিস সহকারী ও পরিচালককে জানালেও তারা কোনো গুরুত্ব দেননি। উল্টো তাঁরায় আমাকে অশ্লীল প্রস্তাবে রাজি হতে বলেন এবং বিষয়টি জানাজানি হলে আমাকে হত্যার হুমকি দেন তারা। আমি আপনাদের মাধ্যমে শিক্ষক নামের কলঙ্ক এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে সোহান'স ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারের পরিচালক নাহিদুল ইসলাম সোহান বলেন, কুষ্টিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিল ও তার ভাইয়েরা আমাদের কোচিং সেন্টারে এসে চাঁদার টাকা দাবি করে আসছে। টাকা দিতে আমরা অপারগতা জানালে তারা তার মামাতো বোনকে দিয়ে শিক্ষকদের নাম জড়িয়ে থানায় এজাহার দিয়েছেন। কোনো ছাত্রীকে অনৈতিক প্রস্তাব এরকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। আর কিছুই নয়। এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রক্তিম উদ্দিন বলেন,ছাত্রীদের অশ্লীল প্রস্তাব ও অনৈতিক সম্পর্ক স্থাপনের ঘটনা  সোহান'স ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারের শিক্ষকদের এটি নতুন নয়,একাধিক ঘটনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনা আড়াল করতে আমার নাম ও আমার ভাইদের নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।  কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেলোয়ার হোসেন খান বলেন,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তধীন রয়েছে। উভয়পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ মার্চ ২০২৩

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কুষ্টিয়ার জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার আয়োজনে গতাল বুধবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।   কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিতে সকলের উচিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। এই পরিবর্তন আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথির ...

কুষ্টিয়ায় ডিপিএফে’র আন্তর্জাতিক নারী দিবস পালন

কুষ্টিয়ায় ডিপিএফে’র আন্তর্জাতিক নারী দিবস পালন

“আইনের কঠোর প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধিই পারে বাল্যবিবাহ রোধ করতে” প্রতিপাদ্যে কুষ্টিয়ায়  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।  গতকাল বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা স্কুলের হল রুমে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম ডিপিএফে’র আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে কুষ্টিয়া জিলা স্কুল ও সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  মাহবুবা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি  ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আনসার হোসেন। পরে বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে দিবসটি পালনে কুষ্টিয়া জেলা প্রশাসন চত্বর হতে বর্নাঢ্য র‌্যালী বের হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরও বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নূরে সফুরা ফেরদৌস, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যাপক আব্দুল লতিফ, সরকারী মহিলা কলেজের ইংরেজিী বিভাগের অধ্যাপক অজয় মৈত্র, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহা: মোজাম্মেল হক, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নেসা সবুজ, ডিপিএফ সহসভাপতি হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন- ডিপিএফের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দেওয়ান আখতারুজ্জামান ও রত্মা বাগচী। এসময় বক্তারা বলেন, কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলেই যেমন বাল্য বিবাহ নিরোধ সম্ভব নয়; তেমনি নারীর প্রতি সহিংসতা রোধসহ সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নারী দিবসের অঙ্গীকার হোক পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সকল অর্জনই যেনো নারী পুরুষের অংশীদারিত্বের মাধ্যমে সমতার ভিত্তিতে হয়।  খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ মার্চ ২০২৩

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি:ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যকেসামনে রেখে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ...

হাটহাজারীতে নারী দিবস পালন

হাটহাজারীতে নারী দিবস পালন

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এ প্রতিপাদ্য কে সামনে রেখে হাটহাজারীতে মহাসমারোহে আন্তর্জাতিক নারী দিবস ...

কলাপাড়ায় নৌকা প্রার্থীদের টেনশন এখন হাতপাখা

কলাপাড়ায় নৌকা প্রার্থীদের টেনশন এখন হাতপাখা

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১৬ই মার্চ অনুষ্ঠিতব্য ৫ ইউনিয়নের নির্বাচনী মাঠ ক্রমশ: উত্তপ্ত হয়ে উঠছে। ক্ষসতাসীন দলের নৌকা ...

নিরাময় ক্লিনিকে বিনা পয়সায় মিলবে সাহরি-ইফতার ও চিকিৎসা

নিরাময় ক্লিনিকে বিনা পয়সায় মিলবে সাহরি-ইফতার ও চিকিৎসা

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মাস জুড়ে বিনা খরচে রোগী ও স্বজনদের খাবার ও চিকিৎসা পরামর্শ দেবে লালমনিরহাট ...

Page 1 of 2 1 2

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist