Print Date & Time : 6 May 2025 Tuesday 1:09 am

ঢাকার ঢাকেশ্বরীতে হওয়া সিঁদুর উৎসব

বিজয়া দশমীতে বিসর্জনের আগে লগ্ন অনুযায়ী হয় সিুঁদর উৎসব। মন্দিরে মন্দিরে চলছে সিঁদুর উৎসব। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে দুপুর থেকে শুরু এই উৎসব। উৎসব চলে ৩ টা পর্যন্ত। সিঁদুর উৎসবকে কেন্দ্র করে ঢাকেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বী নারীরা সৃষ্টি করেছে আনন্দঘন পরিবেশ।