মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিমকে প্যান্ট ও টিশার্ট উপহার প্রদান করেছে। গতকাল মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদে চেয়ারম্যানের কার্ষালয়ে ছাত্রলীগ নেতা আসলাম আরেফিনের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের একঝাঁক তরুন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। এ কাজকে আরো গতিশীল করতে স্বেচ্ছাসেবক টিমের জন্য প্যান্ট ও টিশার্ট উপহার দেন টিম ব্যবস্থাপক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রকিবুল হাসান, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ।

Discussion about this post