নিজস্ব প্রতিবেদক : গত ০৫ অক্টোবর ২০২১ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন উত্তর লাহিনী পৃথিশ চন্দ্র মজুমদার লেন সাকিনস্থ আসিফ চৌধুরী নামক একজন ব্যক্তি নিখোঁজ হয়। নিখোঁজের পর হতে তার পরিবার অনেক খোঁজাখুজি করে কোন সন্ধান পায় নাই। গত ০৬ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখে হালসা রেলষ্টেশনের পাশ থেকে রেলওয়ে পুলিশ একটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আসিফের পরিবারের সদস্যগণ মৃতদেহটি আসিফের বলে শনাক্ত করে। আসিফের অবস্থান সম্পর্কে তার বন্ধুদের জিজ্ঞাসা করায় কথা বার্তা সন্দেহজনক মনে হওয়ায় নিহতের বড় ভাই বাদী হয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ-০৩/১১/২০২১ খ্রিঃ, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পর হতেই র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের’কে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ নভেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত খুনের এজাহার নামীয় পলাতক ১নং আসামী মোঃ আহাদ (২৩), পিতা-মৃত ফরিদ, সাং- পূর্ব মিলপাড়া ৩ নং আসামী তন্ময় শেখ (২২), পিতা- মোঃ মাসুদ রানা, সাং-হরিশংকরপুর, উভয় থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া’কে কুষ্টিয়া জেলার সদর থানাধীন ভাটোপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়কে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Date & Time : 24 April 2025 Thursday 2:30 am