ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ পরিবেশের ভারসাম্য রক্ষায় কুষ্টিয়া সদর উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) শিক্ষার্থীদের মাঝে ১৭০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে।
বুধবার (২৭ আগষ্ট) ভাদালিয়ার ইকরা মডেল স্কুল প্রাঙ্গণে সকাল ১০টায় এবং স্বস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং আইডিএফ-এর নির্বাহী পরিচালক এস.এম. শফিউল আযমসহ সংস্থার কুষ্টিয়া জেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলাম আইডিএফ-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এর আগে আমাদের প্রতিষ্ঠানে এভাবে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ হয়নি। শিশুদের হাতে চারা তুলে দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আইডিএফ-কে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে আইডিএফ নির্বাহী পরিচালক এস.এম. শফিউল আযম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপনের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।”
এ বছরের ক্যাম্পেইনের মূল শ্লোগান ছিল—
“সাসটেইনেবল গ্রিন ক্যাম্পেইন ২০২৫: সবাই একটি করে গাছ রোপণ করি, পৃথিবীকে রক্ষা করি।”
ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//২৮ আগস্ট ২০২৫//
প্রিন্ট করুন








Discussion about this post