স্টাফ রিপোর্টার:
উত্তরায় একটি নাটকের শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। মূলত, শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। চলন্ত ড্রোনের পাখার আঘাতে গুরুতর আহত হয়েছেন বলে জানা যায় সূত্র থেক
বিষয়টি একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়ার পর জানা যায়, গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে। রাসেল শিকদারের পরিচালনায় নাটকটিতে টয়ার বিপরীতে অভিনয় করছিলেন তামিম মৃধা।
সেখানে শুটিংয়ের প্রয়োজনে ড্রোন ওড়ানো হয়েছিল। শট নেওয়ার একপর্যায় হুট করে ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের ওপরে আঘাত করে। সঙ্গে সঙ্গে প্রচুর রক্ত ঝড়তে শুরু করে। এরপর শুটিং বন্ধ করে তৎক্ষণাৎ টয়াকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।
জানা যায়, একটুর জন্য টয়ার চোখ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। চোখের কিছুটা ওপরে এবং কপালের নিচের অংশে প্রায় ৮ থেকে ১০টি সেলাই লেগেছে। এই তারকা বর্তমানে বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন।
দৈনিক দেশতথ্য//এল

Discussion about this post