মেহেরপুর থেকে আঃ আলিম: মেহেরপুরের গাংনীতে বোমা তৈরির সরঞ্জাম ও গাঁজা উদ্ধারের ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার হয়েছে।
রবিবার রাতে পুলিশ পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।ঘটনার দুই দিন পর গাংনীর হিজলবাড়ীয়া গ্রামের সাহারুল ইসলাম ওরফে জাব্বারুল ইসলাম (৪৫) তার ছেলে সোহেল রানা (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুর রাজ্জাক জানান, গত শনিবার (৫ জানুয়ারি) রাতে গাংনীর হিজলবড়িয়া গ্রামের জাব্বারুলের বাড়িতে অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি দল।
আব্দুল জব্বার পেশায় গাছী । পাশাপাশি সে গোপনে বোমা তৈরি করে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে তার বাড়ির আশেপাশে ঘিরে অভিযানে ৫টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও গাঁজা । ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য উৎপাদন ও দখলে রাখার অপরাধে গাংনী থানায় একটি মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেপ্তারকৃত দের আদালতে প্রেরণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post