মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলাস্থ নওদা বহলবাড়ীয়া গ্রামে নূর মদিনা জামে মসজিদের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বহলবাড়ীয়া পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদের এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী। মসজিদের জমি দাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু ও নওদা বহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসু জ্জোহা।
এসময় অন্যান্য’র মধ্যে ধর্মীয় শিক্ষক ওলিউর রহমান, সহকারী শিক্ষক তারিকুজ্জামান সজীব, আনিসুর রহমান মাষ্টার, নওদা বহলবাড়ীয়া ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি মিজানুল হক মজনু, ইউপি সদস্য কামাল হোসেন বিশ্বাস, সমাজ প্রধান আবুবক্কর বিশ্বাস, মহিউদ্দিন বিশ্বাস, খাদিমপুর বাজার জামে মসজিদের পেশ ঈমাম জয়নাল আবেদীন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাক হোসেন, ঈমাম আরিফ বিল্লাহ-সহ গ্রামের ৬টি মসজিদের ঈমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post