আবু তুরাব মুশতাক আহমাদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ৭ ফেব্রুয়ারী তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ২৫৪তম সিন্ডিকেট সভায় চলতি বছরের ২৩ জানুয়ারী অনুষ্ঠিত ১২২ তম একাডেমিক সভার ৮০তম সিদ্ধান্ত মোতাবেক পিএইচডি গবেষক আবু তুরাব মুশতাক আহমাদকে War policies and strategies of Muslim commanders (622-1500): Perspective contemporary world বিষয়ে ইসলামি বিশ্ব বিদ্যালয় কুষ্টিয়ার থিওলজি অনুষদের সাবেক ডীন, আল কুরআন বিভাগের সাবেক সভাপতি ড.আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকীর তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড.মুহাম্মদ ইউনুস এবং বহিরাগত বিশেষজ্ঞ সদস্য ছিলেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ ইসমাইল। কোরআনে হাফেজ আবু তুরাব মুশতাক আহমাদ ইসলামি বিশ্ব বিদ্যালয়েয় আল কুরআন বিভাগ হতে ২০০৬ সালে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তার পিতা জেলার সুনামধন্য আলেমে দ্বীন মাওলানা একেএম ইয়াকুব ছিলেন কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এবং কুষ্টিয়া কেন্দ্রিয় বড় জামে মসজিদ ও কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহের ইমাম। এছারা তিনি কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল এবং কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহের খতিব মাওলানা আব্দুল হালীম শরীফের জামাতা। তিনি সকলের দোয়া প্রার্থী। সংবাদ বিজ্ঞপ্তি।

Discussion about this post