এনটিআরসির নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের আহ্বায়ক আম্বিয়া খাতুন। বক্তব্য রাখেন সদস্য ওমর ফারুক, সেলিনা খাতুনসহ অন্যান্য সদস্যরা।মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দু’টি পরীক্ষা দেওয়ার পর এনটিআরসিতে নিবন্ধিত হই। কিন্তু এনটিআরসি ১৩তম ব্যাচে মৌখিক পরিক্ষা যুক্ত হয়। ফলে আমাদের চাইতে তাদের নম্বর বেশি হয়ে যায়। প্রতিবছর আবেদনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে। নম্বর বেশি থাকায় ১৩তম ব্যাচের থেকে পরের এনটিআরসি নিবন্ধিত শিক্ষকরা চাকরি পাচ্ছেন। অথচ তার আগে নিবন্ধিত শিক্ষকরা বঞ্চিতই থেকে যাচ্ছে। তাই প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। বক্তরা আরো বলেন এনটিআরসি নিবন্ধিত হয়ে মেহেরপুর জেলার ৩৪ জন শিক্ষক এখনও নিয়োগ বঞ্চিত রয়েছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post