সেলিম আহামেদ তাক্কু : কুষ্টিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি-২০২২) সকাল ১০টায় নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার কুষ্টিয়া হাউজিং কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।কুষ্টিয়ায় নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা ও কর্তব্য ভলান্টারী অর্গানাইজেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নিকুঞ্জ নারী সংস্থার পরিচালক ফেরদৌসি রুবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ -পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম। কর্মশালায় ৩০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন আফরোজা সুলতানা ও আব্দুর রাজ্জাক। কর্মশালার আইনের বিভিন্ন দিক এবং সরকার,রাষ্ট্র ও পরিবার কি কি দায়িত্ব পালন করছে সে ব্যাপারে অংশীজনেরা অবগত হয়েছেন।
দৈনিক দেশতথ্য//এল/

Discussion about this post